চীনের বিপক্ষে জিততে পারলেই এএফসি অনূর্ধ্ব–১৭ এশিয়ান কাপের মূলপর্বে যেতে পারতো বাংলাদেশ। কিন্তু সেই স্বপ্ন পূরণ হয়নি লাল-সবুজের প্রতিনিধিদের। তংলিয়াং লং স্টেডিয়ামে স্বাগতিকদের কাছে ৪–০ গোলের পরাজয়ে বাছাইপর্বেই থেমে যেতে হল বাংলাদেশকে।
ঘরের মাঠে খেলা হওয়ায় স্বাভাবিকভাবেই শক্তিমত্তায় এগিয়ে ছিল চীন। এমনকি টুর্নামেন্টজুড়েও ছিল দুর্দান্ত ছন্দে। ফলে সুযোগ মোটেও সহজ ছিল না। শেষ পর্যন্ত তাদের বিপক্ষে কঠিন পরীক্ষাই দিতে হয়েছে গোলাম রব্বানী ছোটনের দলের।
এদিকে টানা চার ম্যাচে বড় ব্যবধানে জিতে উঠে এসেছিল বাংলাদেশ। তাই ম্যাচ শুরুর পর সবার মধ্যেই যথেষ্ট আত্মবিশ্বাস ছিল। কিন্তু চাপের মুহূর্তে আর কামব্যাক করতে পারেনি।
ম্যাচের অষ্টম মিনিটে আসে প্রথম গোল। ডিফেন্স লাইনে সহজ একটি বল গোলরক্ষক আলিফের হাতে পৌঁছানোর কথা ছিল। কিন্তু ব্যাক পাসের সময় ইকরামুলের পায়ে লেগে গতি বদলে যায় বলের, আর সেখানেই সুযোগটি কাজে লাগিয়ে শুয়াই ওয়েহাও কাছ থেকে গোল করে বসেন।
পিছিয়ে পড়ার পরও সুযোগ পেয়েছিল বাংলাদেশ। ১৮ মিনিটে দারুণ গতিতে বল টেনে এনে জোরালো শট নেন ইহসান হাবিব রিদুয়ান। চীনের গোলরক্ষক কর্নারের বিনিময়ে দলকে বিপদ থেকে বাঁচান।
২৫ মিনিটে আবারও বেঁচে যায় বাংলাদেশ। রক্ষণভাগ ফাঁক পেয়ে কয়েক ধাপ এগিয়ে শট নেন ওয়েহাও। তবে বোল গোলপোস্টের বাইরে চলে যায়।
৩৮ মিনিটেই আসে ম্যাচের দ্বিতীয় গোল। নিজেদের বক্সের সামনে দাঁড়িয়ে অযথা সময় নেন কামাল মৃধা। ব্যাক পাস দুর্বল হওয়ায় আলিফ বল ক্লিয়ার করার আগেই আবারও গোল করে বসেন ওয়েহাও।
বিরতির পর চীন আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। ৪৮ মিনিটে কর্নার থেকে আসা বলে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন ওয়েহাও। শেষদিকে নির্ধারিত সময়ের দুই মিনিট আগে চীনের হয়ে চতুর্থ গোলটি করেন ঝাও সংইউয়ান।
১২ পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় হয়ে বাছাইপর্ব শেষ করল বাংলাদেশ। সব ম্যাচ জিতে ১৫ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়ে মূলপর্বে জায়গা পাকা করেছে চীন।
ক্রিফোস্পোর্টস/১ডিসেম্বর২৫/টিএ