Connect with us
ক্রিকেট

শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে সমতা ফেরালো বাংলাদেশ

Bangladesh vs Sri Lanka__3rd ODI

অবশেষে পরাজয়ের বৃত্ত থেকে বের হলো বাংলাদেশ ক্রিকেট দল। দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৮৩ রানের হারিয়ে সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। এর মধ্য দিয়ে চলমান হতাশা কাটিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে টিম বাংলাদেশ

পুরো শ্রীলঙ্কা সফর জুড়েই বাংলাদেশের ক্রিকেটারদের পারফরম্যান্স ছিল একেবারেই হতাশাজনক। ওয়ানডে সিরিজের বাজে হারের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুতেও মুখ থুবড়ে পড়েছিল টাইগাররা, যা সিরিজ হারের শঙ্কা তৈরি করেছিল। ব্যাটিং এবং বোলিং—কোনো বিভাগেই দল স্বস্তিতে ছিল না, যা ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছিল।

এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাঁচিয়ে রাখতে আজ রোববার দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয়ের কোনো বিকল্প ছিল না টাইগারদের কাছে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে বাংলাদেশের একাদশে তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নামে লাল সবুজের দল।

পেসার তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিবের পরিবর্তে দলে এসেছেন অভিজ্ঞ পেসার মুস্তাফিজুর রহমান এবং শরিফুল ইসলাম। এছাড়া, টপ অর্ডার ব্যাটসম্যান নাঈম শেখের জায়গায় সুযোগ পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান জাকের আলি অনিক।

আরও পড়ুন:

» শেষ মুহূর্তের নাটকীয়তায় নেপালকে হারাল বাঘিনীরা

» বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিটের দাম ও প্রাপ্তিস্থান প্রকাশ

ডাম্বুলায় অনুষ্ঠিতব্য সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়েছিল বাংলাদেশ। কিন্তু অধিনায়ক লিটন দাস ও শামীম হোসেন পাটোয়ারীর দৃঢ়তায় ঘুরে দাঁড়িয়ে শ্রীলঙ্কাকে ১৭৮ রানের লড়াকু লক্ষ্য ছুঁড়ে দেয় টাইগাররা। ৭ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৭৭ রান।

ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনার পারভেজ হোসেন ইমন (০) এবং তানজিদ হাসান তামিম (৫) দ্রুত সাজঘরে ফেরেন। মাত্র ৭ রানে ২ উইকেট হারিয়ে বাংলাদেশ যখন ধুঁকছিল, তখনই ত্রাতা হিসেবে আবির্ভূত হন অধিনায়ক লিটন দাস।

সম্প্রতি সাদা বলের ক্রিকেটে রান খরায় ভোগা লিটন আজ ব্যাট হাতে ঝলক দেখিয়েছেন। ৩৯ বলে ফিফটি তুলে নিয়েছেন, যা ১৩ ইনিংস পর টি-টোয়েন্টিতে তার প্রথম ফিফটি। শেষ পর্যন্ত তিনি ৭৬ রান করেন। লিটনকে দারুণ সঙ্গ দেন তাওহীদ হৃদয়, যিনি ২৫ বলে ৩১ রান করে ৬৯ রানের জুটি গড়েন। এরপর শামীম হোসেন পাটোয়ারী ৪৮ রানের কার্যকরী ইনিংস খেলে দলের স্কোর বাড়াতে সাহায্য করেন।

ব্যাটিংয়ের শুরুর সময়টুকু বাদ দিলে পুরো ম্যাচজুড়েই দাপট ছিল বাংলাদেশের। ১৭৮ রানের লক্ষ্য তাড়া করতে নামা শ্রীলঙ্কাকে শুরুতেই চেপে ধরেন শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন। ২৫ রানেই ৪ উইকেট হারানোর পর নিশাঙ্কা ও শানাকার ব্যাটে ঘুরে দাঁড়ানো আশা দেখছিল শ্রীলঙ্কা।

তবে এক ওভারে দুই উইকেট নিয়ে ম্যাচ পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেন রিশাদ। ততক্ষণে বাড়ি ফিরতে শুরু করেন ডাম্বুলার দর্শকরা। জয় পেতে খুব বেশি সময় লাগেনি বাংলাদেশের। ৯৪ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। রিশাদ ৩, শরিফুল ইসলাম ও সাইফউদ্দিন পান দুটি করে উইকেট।

ক্রিফোস্পোর্টস/১৩জুলাই২৫/এসএইচএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট