সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে আজ মাঠে নেমেছিল বাংলাদেশ। যেখানে শেষ বলে উইকেট নিয়ে অনেকটা স্বস্তিতে থেকেই দিনের খেলা শেষ করেছে টাইগাররা। প্রথম দিন শেষে ৮ উইকেট হারিয়ে ২৭০ রান সংগ্রহ করেছে আয়ারল্যান্ড।
আজ মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয় বাংলাদেশ ও আয়ারল্যান্ড। যেখানে মিশ্র অভিজ্ঞতা ছিল টাইগারদের। তবে নবম উইকেট ছুটিতে আইরিশদের গড়ে ওঠা ৪৮ রানের জুটি ভেঙে দলকে স্বস্তি এনে দিয়েছেন তাইজুল ইসলাম।
এর আগে ম্যাচের প্রথম সেশনের প্রথম ওভারে এনডি বালবিরনের উইকেট শিকার করেছিলেন হাসান মাহমুদ। এরপর দ্বিতীয় সেশনের প্রথম ওভারেও ফিফটি হাঁকানো পল স্টারলিংয়ের উইকেট তুলে নেন নাহিদ রানা। এবার তৃতীয় সেশনের শেষ বলে জর্ডান নেইলকে ফিরিয়েছেন তাইজুল।
এদিকে সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে আজ অভিষেক হয়েছে বাহাতি স্পিনার হাসান মুরাদের। এদিন ২০ ওভার বল করে ৪৭ রান খরচায় ২ উইকেট শিকার করেছেন তিনি। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেছেন মেহেদী হাসান মিরাজ। একটি করে উইকেট পেয়েছেন হাসান মাহমুদ, তাইজুল ইসলাম ও নাহিদ রানা।
ইনিংসের ৪ উইকেট হারিয়ে ১৮৪ রান নিয়ে তৃতীয় সেশনের খেলা শুরু করেছিল আয়ারল্যান্ড। যেখানে শেষ সেশনে ৪ উইকেট হারিয়ে ২৭০ রানে দিনের খেলা শেষ করেছে সফরকারীরা। দ্বিতীয় দিনে ২ উইকেট হাতে রেখে নিজেদের সংগ্রহ বড় করার চেষ্টা করবে তারা।
প্রথম দিন শেষে সংক্ষিপ্ত স্কোরকার্ড :
আয়ারল্যান্ড- ১ম ইনিংস : ২৭০/৮ রান (৯০ ওভার)
বাংলাদেশ (বোলিং) : মেহেদী মিরাজ ৩-৫০ ও হাসান মুরাদ ২-৪৭
বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মুরাদ, হাসান মাহমুদ ও নাহিদ রানা।
ক্রিফোস্পোর্টস/১১নভেম্বর২৫/এফএএস