
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাঁচিয়ে রাখতে আজ রোববার দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয়ের কোনো বিকল্প নেই টাইগারদের। অন্যদিকে, এই ম্যাচ জিততে পারলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করবে স্বাগতিক শ্রীলঙ্কা। গুরুত্বপূর্ণ এই ম্যাচে বাংলাদেশের একাদশে তিনটি পরিবর্তন আনা হয়েছে।
পেসার তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিবের পরিবর্তে দলে এসেছেন অভিজ্ঞ পেসার মুস্তাফিজুর রহমান এবং শরিফুল ইসলাম। এছাড়া, টপ অর্ডার ব্যাটসম্যান নাঈম শেখের জায়গায় সুযোগ পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান জাকের আলি অনিক।
ডাম্বুলায় অনুষ্ঠিতব্য সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা।
আরও পড়ুন:
» বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিটের দাম ও প্রাপ্তিস্থান প্রকাশ
» ইতিহাস গড়লো বাংলার মেয়েরা, প্রথম অংশগ্রহণেই ব্রোঞ্জ জয়!
বাংলাদেশের একাদশ
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।
এদিকে প্রথম ম্যাচে জয় পাওয়া লঙ্কানদের একাদশে কোন পরিবর্তন আসেনি। একই একাদশ নিয়ে নামছে স্বাগতিকরা।
শ্রীলঙ্কা একাদশ: চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, আভিশকা ফার্নান্দো, দাসুন শানাকা, মাহিশ থিকসানা, জেফ্রি ভ্যান্ডারসে, চামিকা করুনারত্নে, নুয়ান থুসারা, বিনুরা ফার্নান্দো।
এই গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ কেমন পারফর্ম করে এবং সিরিজ বাঁচাতে পারে কিনা, সেটাই এখন দেখার বিষয়।
ক্রিফোস্পোর্টস/১৩জুলাই২৫/এসএইচএ
