
দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচে ড্র করেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে দুর্দান্ত ব্যাটিংয়ের পর বোলারদের নৈপুণ্যে লিড পায় রাকিবুলরা। কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের কারণে হারের শঙ্কায় পড়ে স্বাগতিকরা। তবে শেষ পর্যন্ত ম্যাচে কোনো ফলাফল আসেনি। ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে দুই দলকে।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৩০৮ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ২৪৩ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। এরপর বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ৮৩ রান তোলার পর ম্যাচটি ড্র ঘোষণা করা হয়।
এই ম্যাচে সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন রাকিবুল হাসান। সফরকারীদের ব্যাটিং ইনিংসে ৩১.৪ ওভারে ১০ মেডেনসহ ৬৪ রান খরচায় ৭ উইকেট শিকার করেন এই স্পিনার।
আরও পড়ুন :
» বার্সেলোনার সঙ্গে চুক্তি শেষের আগেই বড় সুখবর পেলেন রাফিনিয়া
» হামজা-সামিতদের চ্যালেঞ্জ জানাবেন সিঙ্গাপুরের ইখসান ফান্দি?
৬৫ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করেছিল বাংলাদেশ। তবে তৃতীয় দিনের শেষদিকে ব্যাট করতে নেমে ৫ রান তুলতেই দুই ওপেনারকে হারিয়েছে স্বাগতিকরা। প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকানো শিবলি ২ বলে ১ রান করে ফেরেন। এছাড়া রিজওয়ান চৌধুরি ফেরেন ৪ রান করে।
আজ শুক্রবার (২৩ মে) ৮ উইকেট ও ৭০ রানের লিড নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে বাংলাদেশ। আজও একের পর এক উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। দলীয় ৪১ রানেই ৫ উইকেট হারায় দলটি। একে একে শাহাদাত হোসেন দীপু, আইচ মোল্লা ও আরিফুল ইসলামরা ফিরে যান।
এরপর ম্যাচের হাল ধরেন মঈন খান ও প্রীতম কুমার। ষষ্ঠ উইকেটে তাদের ৪৪ রানের অপরাজিত জুটিতে স্কোর যখন ৫ উইকেট হারিয়ে ৮৫ রান, তখন পানি পানের বিরতিতে যায় দুই দল। তবে এরপরই ম্যাচ ড্র ঘোষণা করা হয়। দক্ষিণ আফ্রিকার পক্ষে দুটি করে উইকেট শিকার করেন অ্যান্ডিল সিমলানে ও শেপো এনতুলি।
এই ম্যাচে রাকিবুলের ফাইফারের পাশাপাশি একটি সেঞ্চুরিও এসেছে বাংলাদেশের পক্ষ থেকে। প্রথম ইনিংসে ১০৪ রান করেন আশিকুর রহমান শিবলি। অন্যদিকে প্রোটিয়াদের পক্ষ থেকে একটি ফিফটি এসেছিল। সফরকারীদের অধিনায়ক জর্জ ফন হার্ডিন প্রথম ইনিংসে ৬৩ রান করেন।
ক্রিফোস্পোর্টস/২৩মে২৫/বিটি
