
সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শুরুটা আশানুরূপ হলো না বাংলাদেশের। মালদ্বীপের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে জিততে পারেনি তারা। প্রথমে দুই গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের।
আজ শুক্রবার (৯ মে) সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে বাংলাদেশ । ইউপিয়ার গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। তবে দ্বিতীয়ার্ধে দুই গোল হজম করে হতাশার ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় নাজমু্ল হুদা ফয়সালদের।
এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বাংলাদেশ। ম্যাচের ১২ মিনিটেই বাংলাদেশ অধিনায়ক নাজমু্ল হুদা ফয়সালের গোলে এগিয়ে যায় দলটি। প্রতিপক্ষের ডিফেন্ডারদের ভুলে ডি-বক্সের বাইরে বল পেয়ে যান ফয়সাল। এরপর ডি-বক্সের বাইরে থেকেই দুর্দান্ত এক শটে বল জালে পাঠান এই ফরোয়ার্ড।
আরও পড়ুন:
» রিশাদ-নাহিদরা কখন পাকিস্তান ছাড়ছেন, জানাল বিসিবি
» নিরাপত্তাজনিত কারণে ভারত ছাড়তে চান বিদেশি ক্রিকেটাররা!
প্রথম গোলের পর আক্রমণ চালিয়ে যেতে থাকে বাংলাদেশ। এরপর আরও কয়েকটি সুযোগও পায় তারা। তবে ভালো ফিনিশিংয়ের অভাবে লিড বাড়াতে ব্যর্থ হয় গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।
তবে বিরতিতে যাওয়ার এক মিনিট আগেই লিড বাড়িয়ে নেয় বাংলাদেশ। ফয়সালের নেয়া কর্নার শটের পর বক্সের ভেতরে বল পেয়ে যায় বাংলাদেশ। সেখানে মিঠু চৌধুরির পাস থেকে বল পেয়ে জালে জড়ান রিফাত কাজী। দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।
বিরতি থেকে ফিরে খেলার গতি বাড়িয়ে দেয় মালদ্বীপ। ম্যাচের ৫৭তম মিনিটে বাংলাদেশের জালে প্রথম আঘাত হানে দলটি। মালদ্বীপের হয়ে প্রথম গোলটি করেন অনুফ আবদুল্লাহ। এরপর ম্যাচের ৭৩তম মিনিটে জাকির গোলে সমতায় ফেরে মালদ্বীপ। শেষ পর্যন্ত ২-২ গোলের ড্রতে শেষ হয় ম্যাচটি।
আগামী ১১ মে (রোববার) গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ।
ক্রিফোস্পোর্টস/৯মে২৫/বিটি
