
চীনে বসেছে অনূর্ধ্ব-১৮ হকি এশিয়া কাপের আসর। যেখানে বাংলাদেশের ছেলে ও মেয়ে উভয় দল অংশ নিয়েছে। গ্রুপ পর্বে দারুণ পারফরম্যান্স করে সেমিফাইনালে উঠেছিল ছেলেরা এবং শেষ চারে জায়গা নিশ্চিত করেছিল মেয়েরা। কিন্তু দুটো দলই ফাইনালের আগে ছিটকে গেছে।
শুক্রবার (১১ জুলাই) এশিয়া কাপ হকির টপ-ফোর পুলে নিজেদের শেষ ম্যাচে কাজাখস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ। রুদ্ধশ্বাস এই ম্যাচে ২-২ গোলে ড্র করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। এতে ১ পয়েন্ট করে ভাগাভাগি করেছে দুই দল।
এদিন কাজাখস্তানের বিপক্ষে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম কোয়ার্টারের এক গোলে পিছিয়ে পড়ে বাংলার মেয়েরা। এরপর দ্বিতীয় কোয়ার্টারের শেষদিকে তাসফিয়া তিশার ফিল্ড গোলে সমতায় ফেরে লাল-সবুজের দল। ১-১ সমতায় শেষ হয় দ্বিতীয় কোয়ার্টার।
আরও পড়ুন:
» পারল না বাংলাদেশ, সেমিতে জাপানের কাছে হেরে স্বপ্নভঙ্গ
» বিশাল হারে শিরোপা স্বপ্নভঙ্গ হলো বাংলার মেয়েদের
পরেই কোয়ার্টারেই ব্যবধান বাড়িয়ে নেয় বাংলাদেশ। তৃতীয় কোয়ার্টারের শুরুতে পেনাল্টি কর্নার থেকে গোল করেন সারিকা রিমন। ২-১ ব্যবধানে এগিয়ে থেকে জয়ের পথেই এগোচ্ছিলো বাংলাদেশ। তবে শেষদিকে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে সমতায় ফেরে কাজাখস্তান। শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র হয় ম্যাচটি।
ড্রয়ের ফলে ১ পয়েন্ট নিয়ে টপ-ফোর পুলের তৃতীয় স্থানে আছে বাংলাদেশ। অন্যদিকে কাজাখস্তান সমান পয়েন্ট নিয়ে চারে অবস্থান করছে। এবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে দুই দল। আগামীকাল (রোববার) তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে তারা।
প্রসঙ্গত, প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৮ নারী এশিয়া কাপ হকিতে অংশ নিয়েছে বাংলাদেশের মেয়েরা। জাপানের বিপক্ষে ১১ গোল হজম করে টুর্নামেন্ট শুরু করেছিল তারা। তবে পরেই ম্যাচেই ঘুরে দাঁড়ায় দলটি। নিজেদের দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানকে ৩-০ গোলে এবং তৃতীয় ম্যাচে হংকংকে একই ব্যবধানে হারিয়ে শিরোপা শেষ চারে জায়গা নিশ্চিত করেছিল লাল-সবুজের প্রতিনিধিরা।
ক্রিফোস্পোর্টস/১১জুলাই২৫/বিটি
