Connect with us
ক্রিকেট

মিরাজের ঘূর্ণিতে দ্বিতীয় সেশনে বাংলাদেশের দাপট

মেহেদি হাসান মিরাজ
মেহেদি হাসান মিরাজ। ছবি: সংগৃহীত

ফিল্ডিংয়ে ক্যাচ মিস যেন বাংলাদেশের জন্য এক নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছে। তবে ক্যাচ মিসের বড় কোনো মাশুল দিতে হয়নি টাইগারদের। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টের দ্বিতীয় সেশনে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। প্রথম সেশনে ক্যাচ মিসে করলেও লাঞ্চের পর বল হাতে নিয়ন্ত্রিত বোলিং করে টাইগাররা। মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে আয়ারল্যান্ডের তিন ব্যাটার ফেরেন সাজঘরে।

এদিকে ম্যাচের শুরুতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। ব্যাটিংয়ে নেমে প্রথম সেশনে মাত্র একটি উইকেট হারায় তারা। বাংলাদেশের ফিল্ডারদের ক্রমাগত ক্যাচ মিসের কারণে তাদের ব্যাটাররা বারবার জীবন ফিরে পায়। তবে লাঞ্চ বিরতির পরই ছন্দপতন ঘটে। বিরতির পরের ওভারেই নাহিদ রানা ফিরিয়ে দেন সেট ব্যাটার পল স্টার্লিংকে (৬০)। এরপরের ওভারে হ্যারি টেক্টরকে মাত্র ১ রানে বোল্ড করে বাংলাদেশকে ম্যাচে ফেরান মিরাজ। টানা দুই ওভারে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা।

অভিষেকে দারুণ খেলেছেন ওপেনার কারমাইকেল। ১২৯ বলে ৫৯ রানের ইনিংসে ফিফটি তুলে নিলেও শেষ পর্যন্ত তাকেও শান্তর হাতে তালুবন্দি করেন মিরাজ। এরপর কিছুটা চাপে পড়ে যায় সফরকারীরা।



এরপর ইনিংস টেনে নেন কার্টিস ক্যাম্ফার ও লরকান টাকার। দুজনের জুটি ভাঙতে পারেনি স্বাগতিকরা। ৮৬ বলে ৩৪ রানের পার্টনারশিপ গড়ে চা বিরতিতে যান দুজন। বিরতির পর তৃতীয় সেশনে ক্যাম্ফার ৯৩ বলে ৪৪ রান ও টাকার ৭১ বলে ২৯ রানে ব্যাট করছেন। তবে এ জুটি ভাঙে অভিষিক্ত স্পিনার হাসান মুরাদের বলে ধরা পড়ে।

এদিকে বাংলাদেশের হয়ে ২ উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। হাসান মুরাদ ১টি, পেসার নাহিদ রানা ও হাসান মাহমুদ পেয়েছেন ১টি করে উইকেট।

বাংলাদেশ একাদশ:
সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মুরাদ, হাসান মাহমুদ, নাহিদ রানা।

(শেষ খবর পাওয়া পর্যন্ত আয়ারল্যান্ডের সংগ্রহ ৬৩.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে  ২০৫ রান।)

ক্রিফোস্পোর্টস/১১নভেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট