Connect with us
ক্রিকেট

চ্যালেঞ্জিং কন্ডিশনে সিরিজ বাঁচাতে মরিয়া বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের ক্রিকেটারদের পারফরম্যান্স একেবারেই হতাশাজনক। ব্যাটিং, বোলিং—কোনো বিভাগ নিয়েই দল স্বস্তিতে নেই। ওয়ানডে সিরিজের হতাশাজনক হারের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুতেও মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচে হারের পর আজ রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় ডাম্বুলা স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এই ম্যাচে জয় না পেলে শ্রীলঙ্কার মাটিতে আরেকটি সিরিজ হাতছাড়া হবে।

পাল্লেকেলের পর এবার ভেন্যু বদল করে ডাম্বুলার রাঙগিরি ক্রিকেট স্টেডিয়ামে খেলবে বাংলাদেশ। এই মাঠে তারা টেস্ট ও ওয়ানডে খেললেও, টি-টোয়েন্টি ফরম্যাটে এটিই তাদের অভিষেক ম্যাচ। ডাম্বুলার এই অচেনা কন্ডিশনে বাংলাদেশের জন্য সিরিজে ফেরাটা এক বড় চ্যালেঞ্জ। অন্যদিকে, চারিথ আসালাঙ্কার নেতৃত্বাধীন শ্রীলঙ্কা এই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করতে চাইবে।

ডাম্বুলায় টি-টোয়েন্টিতে সাধারণত গড় স্কোর খুব বেশি হয় না, প্রায়ই দলগুলো দেড়শ’র আশেপাশে থেমে যায়। তবে রাতের ম্যাচে পিচ তুলনামূলকভাবে ব্যাটিংবান্ধব হয়ে থাকে, তাই আজকের ম্যাচে টস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে, মাঠের কন্ডিশনের চেয়েও বড় প্রশ্ন এখন বাংলাদেশের ক্রিকেটারদের মানসিক প্রস্তুতি এবং সামর্থ্য নিয়ে।

আরও পড়ুন:

» পৃথিবীর বিরল এক রেকর্ড হাতছানি দিচ্ছে পিএসজিকে

» বড় রেকর্ড গড়লেন গিল, ছাড়িয়ে গেলেন কোহলিকে

তবে সিরিজ বাঁচাতে চাইলে, ব্যাটিংয়ে ভালো করার কোনো বিকল্প নেই। দলের বেশ কিছু খেলোয়াড়ের ডাম্বুলায় ওয়ানডে খেলার অভিজ্ঞতা থাকলেও, টি-টোয়েন্টির ভিন্ন চাহিদা মেটানো তাদের জন্য নতুন পরীক্ষা।

বাংলাদেশ দলে প্রতিভার কমতি নেই, পারফর্মারের অভাবও নেই। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো—এই পারফর্মাররা কবে তাদের চেনা ছন্দে ফিরবেন? শ্রীলঙ্কা সফরে ক্রিকেটারদের পারফরম্যান্স উঠানামা করছে; এক ম্যাচে ঝলক দেখা গেলেও পরের ম্যাচেই ধস নামছে, যা দলের সামগ্রিক পরিকল্পনাকে প্রশ্নের মুখে ফেলছে। টি-টোয়েন্টি সিরিজ বাঁচাতে হলে এবার আর কোনো ভুল করার সুযোগ নেই। নিজেদের সেরা খেলাটা মাঠে দিতে হবে

প্রশ্ন একটাই—পারবে তো বাংলাদেশ? নাকি এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ শেষ হয়ে যাবে?

ক্রিফোস্পোর্টস/১৩জুলাই২৫/এসএইচএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট