
চলমান সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের প্রথম দল হিসেবে ফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ শুক্রবার (১৬ মে) সাফের প্রথম সেমিফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। বাংলাদেশের হয়ে দুটি গোল করেন আশিকুর রহমান ও অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল। দুটো গোলই এসেছে দ্বিতীয়ার্ধে। এছাড়া নেপালও একমাত্র গোলটি পেয়েছে দ্বিতীয়ার্ধে।
ভারতের অরুনাচল প্রদেশের ইউপিয়ায় গোল্ডেন জুবুলি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ চালায় বাংলাদেশ। পাল্টা আক্রমণ চালায় নেপালও। তবে গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ব্যর্থ হয় দু’দলই। আক্রমণ-পাল্টা আক্রমণের পর গোলশূন্য সমতা নিয়েই বিরতিতে যায় বাংলাদেশ ও নেপাল।
বিরতি শেষে দ্বিতীয়ার্ধের শুরুতেও সফলতা ধরা দেয়নি কোনো পক্ষেই। অবশেষে ম্যাচের ৭৩তম মিনিটে অচলাবস্থা ভাঙেন আশিকুর রহমান। ডান কর্নার থেকে ফয়সালের ক্রস থেকে হেড দিয়ে বল জালে জড়ান এই ডিফেন্ডার।
আরও পড়ুন:
» শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
» আইপিএল খেলা নিয়ে মুস্তাফিজকে বড় সুখবর দিল বিসিবি
ম্যাচের দ্বিতীয় গোলটি আসে কিছুক্ষণ পরেই। ম্যাচের ৮১তম মিনিটে বাংলাদেশের লিড দ্বিগুণ করেন ফয়সাল। মাঝমাঠ থেকে স্যামুয়েল রাকসামের লম্বা পাস থেকে বক্সের ডানপ্রান্তে বল পেয়ে যান মোহাম্মদ মানিক। সেখানে প্রতিপক্ষের ডিফেন্ডারদের বোকা বানিয়ে বাঁ প্রান্তে থাকা ফয়সালকে পাস দেন তিনি। এরপর ফয়সাল সহজেই গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জালে জড়ান।
পর পর দুই গোলের পর শেষদিকে একটি গোল হজম করে বাংলাদেশ। ম্যাচের ৮৭তম মিনিটে সুজন ডাঙ্গলের গোলে ব্যবধান কমায় নেপাল। শেষদিকে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে নেপাল। তবে দ্বিতীয়বারের মতো বাংলাদেশের জালে বল জড়াতে পারেনি তারা। শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।
এদিকে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে আজ রাতে মালদ্বীপের মুখোমুখি হবে ভারত। এর মধ্য থেকে জয়ী দলের বিপক্ষে আগামী ১৮ মে ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ।
ক্রিফোস্পোর্টস/১৬মে২৫/বিটি
