সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে আজ (শনিবার) পাকিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ। ম্যাচের নির্ধারিত সময়ে ২-২ গোলে সমতার পর টাইব্রেকারে পাকিস্তানকে ৮-৭ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ।
ভুটানের থিম্পুতে চাংলিমিথান স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে আক্রমণ-পাল্টা আক্রমণ চালায় দুই দল। তবে ম্যাচের ৩২ মিনিটে এগিয়ে যায় পাকিস্তান। প্রথমার্ধে একাধিক সুযোগ পেয়েও ভালো ফিনিশিংয়ের অভাবে গোল বঞ্চিত থাকে বাংলাদেশের তরুণরা। ফলে ১-০ তে পিছিয়ে থেকেই বিরতিতে যায় সাইফুল বারী টিটুর শিষ্যরা।
দ্বিতীয়ার্ধের শুরুতেও সুবিধা করতে পারেনি বাংলাদেশ। ম্যাচের ৬১ মিনিটের মাথায় ডি-বক্সে বাংলাদেশের ডিফেন্ডারের হাতে বল লাগায় পেনাল্টি পেয়ে যায় পাকিস্তান। স্পটকিক থেকে সহজেই গোল করে লিড দ্বিগুণ করে নেয় দলটি।
আরও পড়ুন:
» চার-ছক্কা ছাড়াই ১ বলে ৭ রান নিলেন উসমান খাজা!
» নেইমারের স্কোয়াডে না থাকা নিয়ে যা বললেন ব্রাজিল কোচ
দ্বিতীয় গোল হজমের পর বাংলাদেশের হার অনেকটাই সুনিশ্চিত ছিল। তবে ম্যাচের ৭৩তম মিনিটে একটি গোল শোধ করে নেয় বাংলাদেশ। যা ঘুরে দাঁড়ানোর আশা জাগায় দলটির মধ্যে। কিন্তু ৯০ মিনিটের মধ্যে দ্বিতীয় গোল শোধ করতে পারেনি তারা।
৯০ মিনিটের খেলা শেষে আরও ৭ মিনিট সময় যোগ করেন রেফারি। আর যোগ করা সময়ের চার মিনিটের মাথায় গোল করে সমতায় ফেরে বাংলাদেশ। নির্ধারিত সময়ে ২-২ গোলে সমতার পর টাইব্রেকারে গড়ায় ম্যাচ।
টাইব্রেকারেও কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলেনি। প্রথম ধাপে সমান ৫ টি করে গোল করে দুই দল। এরপর ৮ম পেনাল্টি কিকের সময় পাকিস্তানের শট ঠেকিয়ে দেন বাংলাদেশের গোলরক্ষক। এই সুযোগে গোল করে ফাইনাল নিশ্চিত করে লাল-সবুজের প্রতিনিধিরা।
এর আগে দিনের প্রথম সেমিফাইনালে নেপালকে ৪-২ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ভারত। আগামী সোমবার (৩০ সেপ্টেম্বর) সাফের ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত।
ক্রিফোস্পোর্টস/২৮সেপ্টেম্বর২৪/বিটি