বেশ জটিল ও অনিশ্চিত অবস্থা পার করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তা ইস্যুতে ভারতে বিশ্বকাপ খেলতে না গেলে এই বিশ্বকাপ থেকে ছিটকে যাবে বাংলাদেশ। খেলোয়াড়দের সাথে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে সরকারের ক্রীড়া উপদেষ্টা স্পষ্ট জানিয়েছেন, ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অটল তারা।
এদিকে বিকল্প ভেন্যুতে বাংলাদেশের ম্যাচ আয়োজনের প্রস্তাব আগেই প্রত্যাখ্যান করেছে আইসিসি। এখন আইসিসি নিজেদের অবস্থান না বদলালে বিশ্বকাপে খেলা হবে না বাংলাদেশের। এতে মোটা অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
বিসিবির মোট আয়ের বড় অংশই আইসিসি থেকে আসে আইসিসির থেকে, যা প্রায় ৫৫ থেকে ৬০ শতাংশ। টি–টোয়েন্টি বিশ্বকাপ না খেললে বিসিবি সেই আয়ের বড় অংশ থেকে বঞ্চিত হবে। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, বিশ্বকাপ থেকে ছিটকে গেলে বাংলাদেশ প্রায় ২ কোটি ৭০ লাখ ডলার, বাংলাদেশী মুদ্রায় প্রায় ৩৩০ কোটি টাকারও বেশি আয়ের সুযোগ হারাতে পারে। শুধু তাই নয়, অংশগ্রহণ ফি, ম্যাচ জয়ের বোনাস এবং প্রাইজমানির সুযোগও নষ্ট হবে। এছাড়া আইসিসির দৃষ্টিতে গ্রহণযোগ্য কারণ না দেখাতে পারলে বিসিবিকে আরও প্রায় ২০ লাখ ডলার জরিমানা দিতে হতে পারে।
এছাড়া সম্প্রচার স্পনসরশিপ ও বিজ্ঞাপন বাজারেও বড় ধাক্কার মুখে পড়তে পারে বিসিবি। গণমাধ্যমের সূত্র মতে, বিশ্বকাপ না খেললে দেশের প্রতিষ্ঠানগুলো কয়েকশ কোটি টাকা ক্ষতির মুখে পড়তে পারে। ভবিষ্যতের দ্বিপাক্ষিক সিরিজ এবং ভারতের সঙ্গে সম্পর্কেও অনিশ্চয়তা তৈরি হতে পারে, যা বিসিবির অন্যতম বড় আয়ের উৎস।
এদিকে আইসিসির প্রণোদনাতেও ভবিষ্যতে বাংলাদেশের অংশ কমে যেতে পারে। আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপ না খেললে পরবর্তী বিশ্বকাপেও বাংলাদেশের সরাসরি খেলার সুযোগ হারাতে পারে, সেক্ষেত্রে খেলতে হবে বাছাইপর্বে। সব মিলিয়ে বহুমুখী চাপে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
ক্রিফোস্পোর্টস/২৩জানুয়ারি২৬/এআই
