Connect with us
ক্রিকেট

শ্রীলঙ্কায় ইতিহাস গড়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ

Bangladesh create history by winning the T20 series in Sri Lanka
তৃতীয় টি-টোয়েন্টিতে লঙ্কানদের ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ছবি- সংগৃহীত

অবশেষে শ্রীলঙ্কা সফরে সাফল্যের দেখা পেল বাংলাদেশ। টেস্ট ও ওয়ানডেতে সিরিজ হারের পর টি-টোয়েন্টিতে সিরিজ জয় করেছে টাইগাররা। লঙ্কার মাটিতে ইতিহাস গড়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

বুধবার (১৬ জুলাই) সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। জবাবে খেলতে নেমে ১৬.৩ ওভারে ২ উইকেট হারিয়ে বেশ সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারীরা।

এতে তিন ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে জয় পেয়েছে টাইগাররা। লিটন দাস নেতৃত্বে আসার পর এটাই বাংলাদেশের প্রথম সিরিজ জয়। আর সেটাও এসেছে বিদেশের মাটিতে। অবশ্য এর আগে গত বছরের ডিসেম্বরে তার নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজকে তাদের ঘরের মাটিতে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। সেই সিরিজে নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিয়েছিলেন লিটন।

আরও পড়ুন:

» ভারত সিরিজ স্থগিত হওয়ায় বিকল্প সিরিজ আয়োজনের চিন্তায় বিসিবি

» র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে রিশাদ, এগোলেন লিটনও

এদিন সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় বাংলাদেশ। রানের খাতা খোলার আগেই নুয়ান থুশারার বলে গোল্ডেন ডাক মেরে সাজঘরে ফেরেন পারভেজ হোসেন ইমন। এরপর তানজিদ হাসান ও লিটন দাস মিলে প্রাথমিক বিপত্তি সামাল দেন। এই জুটিতে বিপত্তি সামাল দিয়ে অর্ধশত রানে পৌঁছায় বাংলাদেশ। তবে দলীয় ৭৪ রানে লিটনকে ফিরিয়ে এই জুটি ভাঙেন কামিন্দু মেন্ডিস। ২৬ বলে ৩২ রানের কার্যকরী ইনিংস খেলে ফেরেন টাইগার দলপতি।

অবশ্য লিটনের ফিরে যাওয়া দলের জন্য কোনো বাড়তি চাপ বয়ে আনেনি। অপরপ্রান্তে বেশ স্বাচ্ছন্দ্যের সঙ্গে খেলে ২৭ বলেই ফিফটি তুলে নেন তানজিদ তামিম। শেষ পর্যন্ত তাওহীদ হৃদয়ের সঙ্গে ৫৯ রানের অপরাজিত জুটি গড়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন এই ওপেনার।

দলকে জেতাতে ৭৩ রানের অপরাজিত ইনিংস খেলেন তানজিদ। ৪৭ বলের এই ইনিংসে ১টি চার ও ৬টি ছক্কার মার ছিল। অপরপ্রান্তে ২৫ বলে ১ চার ও ১ ছক্কার মারে ২৭ রান করে অপরাজিত ছিলেন তাওহীদ হৃদয়।

Sheikh Mahedi takes 4 wickets against Sri Lanka

দলে ফিরেই বল হাতে ম্যাচসেরা পারফরম্যান্স করেন মেহেদি। ছবি- এপি 

এর আগে শেখ মেহেদি ও মুস্তাফিজদের দুর্দান্ত বোলিংয়ে ১৩২ রানেই থামে শ্রীলঙ্কার ইনিংস। লঙ্কানদের পক্ষে সর্বোচ্চ ৪৬ রানের ইনিংস খেলেন পাথুম নিশাঙ্কা। এছাড়া দাসুন শানাকা ৩৫ এবং কামিন্দু মেন্ডিস ২১ রান করেন।

বাংলাদেশের হয়ে শেখ মেহেদি ৪ ওভারে ১১ রান দিয়ে ৪টি উইকেট তুলে নেন। মুস্তাফিজ ৪ ওভারে ১৭ রান দিয়ে নেন ১ উইকেট। এছাড়া শরিফুল ইসলাম ও শামীম হোসেন ১টি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর :

শ্রীলঙ্কা: ১৩২/৭ (২০ ওভার)
বাংলাদেশ: ১৩৩/২ (১৬.৩ ওভার)
ফলাফল: বাংলাদেশ ৮ উইকেটে জয়ী

ক্রিফোস্পোর্টস/১৬জুলাই২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট