
ঘরের মাঠে নিউজিল্যান্ড ‘এ’ দলকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করা হলো না বাংলাদেশ ‘এ’ দলের। প্রথম দুই ওয়ানডেতে দাপুটে জয়ের পর সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেটি জিতে কিউইদের হোয়াইটওয়াশ করার সুযোগ ছিল টাইগারদের সামনে। তবে শেষ ওয়ানডেতে হারের কারণে সিরিজ জয় নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে সোহান-এনামুলদের।
আজ শনিবার (১০ মে) সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ড ‘এ’ দলের কাছে ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ ‘এ’ দল। সিলেটে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪৭.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২২৭ রান সংগ্রহ করে স্বাগতিকরা। জবাবে খেলতে নেমে ৪৮.২ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারী দলটি।
এদিন ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারেই ফিরে যান নাঈম শেখ (৪)। এরপর চতুর্থ ওভারে ফিরে যান আরেক ওপেনার এনামুল হক বিজয় (২)। শুরুর ধাক্কা সামলে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন সাইফ হাসান ও ইয়াসির আলী। তবে দশম ওভারে দলীয় ৫৩ রানের মাথায় ফিরে যান সাইফ(৩১)।
আরও পড়ুন:
» শেষদিকে নাসুমের নৈপুণ্যে লজ্জার কবল থেকে বাঁচল বাংলাদেশ
» জুনে সান্তোসের সাথে চুক্তি শেষে নেইমারের গন্তব্য কোথায়?
নতুন ব্যাটার হিসেবে ক্রিজে আসা আফিফ হোসেন পরের ওভারেই কাটা পড়েন। ১ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। এরপর ইয়াসির আলী একপ্রান্ত আগলে খেলতে থাকেন। তবে অপরপ্রান্তে আসা-যাওয়ার মধ্যে থাকেন সোহান-মোসাদ্দেকরা। দলীয় ১৪৬ রানেই ৭ উইকেট হারায় বাংলাদেশ। এবার পতন ঘটের ইয়াসিরের। ৬৫ বলে ৬৩ রান করে ফেরেন তিনি।
পরবর্তীতে নাসুম আহমেদের ৯৬ বলে ৬৭ রানের লড়াকু ইনিংসে ভর করে ২২৭ রানের পুঁজি পায় স্বাগতিকরা। নিউজিল্যান্ডের হয়ে তিনটি উইকেট নেন আদিত্য অশোক। এছাড়া দুইটি করে উইকেট পান বেন লিস্টার, জায়দেন লেনক্স ও ডিন ফক্সক্রফট।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতেই ৭৭ রান তুলে নেয় নিউজিল্যান্ড। তবে প্রথম উইকেট পতনের পর নিয়মিত বিরতিতে উইকেটের দেখা পায় বাংলাদেশ। দলীয় ১৬৬ রানে কিউইদের ৬ উইকেট তুলে নেওয়ার পর কিছু সময়ের জন্য ম্যাচে ফিরেছিল টাইগাররা। তবে সপ্তম উইকেটে ৬৫ রানের জুটি গড়ে জয় নিশ্চিত করে সফরকারীরা।
নিউজিল্যান্ডের পক্ষে রিস মারিউ ৩৩, ডেল ফিলিপস ৩৪, জো কার্টার ৩৩, ফক্সক্রফট ৩৬ এবং জাক ফকস ২৮ রান করেন। বাংলাদেশের হয়ে দুইটি করে উইকেট শিকার করেন নাসুম আহমেদ, মোসাদ্দেক হোসেন ও নাঈম হাসান।
এর আগে প্রথম দুই ওয়ানডেতে দাপুটে জয় পেয়েছিল বাংলাদেশ। তবে শেষ ম্যাচে হেরে ২-১ এ সমাপ্ত হয়েছে সিরিজটি। আগামী ১৪ মে প্রথম আনঅফিসিয়াল টেস্টে মুখোমুখি হবে দুইদল।
সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ ‘এ’ দল: ২২৭/১০ (৪৭.৩ ওভার)
নিউজিল্যান্ড ‘এ’ দল: ২৩১/৬ (৪৮.২ ওভার)
ফলাফল: নিউজিল্যান্ড ‘এ’ দল ৪ উইকেটে জয়ী
ক্রিফোস্পোর্টস/১০মে২৫/বিটি
