Connect with us
ক্রিকেট

শ্রীলঙ্কার মাটিতে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের

Bangladesh could not make history on Sri Lankan soil
শেষ ওয়ানডেতে ৯৯ রানে হেরেছে বাংলাদেশ। ছবি- এএফপি

প্রথমবারের মতো শ্রীলঙ্কার মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের সুযোগ ছিল বাংলাদেশের সামনেওয়ানডে সিরিজের শেষ ম্যাচে জয় পেলেই এই কীর্তি গড়তে পারতো টাইগাররাতবে ইতিহাস গড়া হলো না লঙ্কানদের মাটিতেশেষ ওয়ানডেতে হেরে সিরিজ হাতছাড়া করেছে মেহেদি হাসান মিরাজের দল

মঙ্গলবার (৮ জুলাই) সিরিজের তৃতীয়শেষ ওয়ানডেতে বাংলাদেশকে ৯৯ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে শ্রীলঙ্কাএতে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে স্বাগতিকরা

পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারেউইকেট হারিয়ে ২৮৫ রান সংগ্রহ করে শ্রীলঙ্কাজবাবে খেলতে নেমে ৩৯.৪ ওভারে ১৮৬ রান তুলে অলআউট হয়ে যায় বাংলাদেশ

আরও পড়ুন:

» টানা দ্বিতীয় ফিফটি হৃদয়ের, বড় করতে পারলেন না ইনিংস

» তামিম ভালো বন্ধু, রুবেল বেস্ট ফ্রেন্ড : সাকিব 

এদিন রানতাড়ায় নেমে দলীয় ২০ রানেইউইকেট হারায় বাংলাদেশএকে একে ফিরে যান তানজিদ হাসান তামিম (১৭) ও নাজমুল হোসেন শান্ত () এরপর পারভেজ হোসেন ইমন তাওহীদ হৃদয় মিলে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন এই জুটিতে ভালোভাবেই এগোচ্ছিল বাংলাদেশ তবে দলীয় ৬২ রানের মাথায় ভেল্লালাগেকে উড়িয়ে মারতে গিয়ে আউট হয়ে যান ইমন ৪৪ বলে ২৮ রান করে ফেরেন এই বাঁহাতি ওপেনার

Bangladesh VS Sri Lanka___3rd Odi

বাংলাদেশের বিপদ বাড়িয়ে দেন আসিথা ফার্নান্দো। ছবি- এএফপি 

এরপর মিরাজহৃদয় মিলে আরো ৪৩ রান যোগ করেনতবে দলীয় ১০৫ রানে ফিরে যান মিরাজ। ২৫ বলে ২৮ রান করেন টাইগার দলপতিএরপর শামিম হোসেনও সুবিধা করতে পারেননি। ১২ রান করে ফিরে যান এই ব্যাটার১২৪ রানেউইকেট পতনের পর বাংলাদেশের জয়ের আশা বাঁচিয়ে রেখেছিলেন হৃদয়জাকের আলী। তবে হৃদয় ১৫৩ রানের মাথায় ফিরে গেলে বাংলাদেশের জয়ের স্বপ্ন সেখানে থমকে যায়শেষদিকে জাকেরও ফিরে যান ২৭ রান করে

শ্রীলঙ্কার হয়ে তিনটি করে উইকেট শিকার করেন আসিথা ফার্নান্দোদুশমন্ত চামিরাএছাড়া ২টি করে উইকেট নেন দুনিথ ভেলালাগেওয়ানিন্দু হাসারাঙ্গা

এর আগে ব্যাটিংয়ে নেমে কুশল মেন্ডিসের সেঞ্চুরিতে ভর করে ২৮৫ রানের পুঁজি পায় শ্রীলঙ্কা। ১১৪ বলে ১৮ চারের মারে ১২৪ রান করেন কুশলদ্বিতীয় সর্বোচ্চ ৫৮ রান করেন অধিনায়ক চারিথ আসালাঙ্কাএছাড়া পাথুম নিশাঙ্কা ৩৫, কামিন্দু মেন্ডিস ১৬ এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা ১৮ রান করেন

বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট শিকার করেন তাসকিন আহমেদমেহেদি হাসান মিরাজএছাড়া একটি করে উইকেট নিয়েছেন তানজিম হাসান সাকিব, তানভীর ইসলামশামীম হোসেন

সংক্ষিপ্ত স্কোর :

শ্রীলঙ্কা: ২৮৫/৭ (৫০ ওভার)
বাংলাদেশ: ১৮৬/১০ (৩৯.৪ ওভার)
ফলাফল: শ্রীলঙ্কা ৯৯ রানে জয়ী

ক্রিফোস্পোর্টস/৮জুলাই২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট