
প্রথমবারের মতো শ্রীলঙ্কার মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের সুযোগ ছিল বাংলাদেশের সামনে। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে জয় পেলেই এই কীর্তি গড়তে পারতো টাইগাররা। তবে ইতিহাস গড়া হলো না লঙ্কানদের মাটিতে। শেষ ওয়ানডেতে হেরে সিরিজ হাতছাড়া করেছে মেহেদি হাসান মিরাজের দল।
মঙ্গলবার (৮ জুলাই) সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশকে ৯৯ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে শ্রীলঙ্কা। এতে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে স্বাগতিকরা।
পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৫ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। জবাবে খেলতে নেমে ৩৯.৪ ওভারে ১৮৬ রান তুলে অলআউট হয়ে যায় বাংলাদেশ।
আরও পড়ুন:
» টানা দ্বিতীয় ফিফটি হৃদয়ের, বড় করতে পারলেন না ইনিংস
» তামিম ভালো বন্ধু, রুবেল বেস্ট ফ্রেন্ড : সাকিব
এদিন রানতাড়ায় নেমে দলীয় ২০ রানেই ২ উইকেট হারায় বাংলাদেশ। একে একে ফিরে যান তানজিদ হাসান তামিম (১৭) ও নাজমুল হোসেন শান্ত (০)। এরপর পারভেজ হোসেন ইমন ও তাওহীদ হৃদয় মিলে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন। এই জুটিতে ভালোভাবেই এগোচ্ছিল বাংলাদেশ। তবে দলীয় ৬২ রানের মাথায় ভেল্লালাগেকে উড়িয়ে মারতে গিয়ে আউট হয়ে যান ইমন। ৪৪ বলে ২৮ রান করে ফেরেন এই বাঁহাতি ওপেনার।

বাংলাদেশের বিপদ বাড়িয়ে দেন আসিথা ফার্নান্দো। ছবি- এএফপি
এরপর মিরাজ ও হৃদয় মিলে আরো ৪৩ রান যোগ করেন। তবে দলীয় ১০৫ রানে ফিরে যান মিরাজ। ২৫ বলে ২৮ রান করেন টাইগার দলপতি। এরপর শামিম হোসেনও সুবিধা করতে পারেননি। ১২ রান করে ফিরে যান এই ব্যাটার। ১২৪ রানে ৫ উইকেট পতনের পর বাংলাদেশের জয়ের আশা বাঁচিয়ে রেখেছিলেন হৃদয় ও জাকের আলী। তবে হৃদয় ১৫৩ রানের মাথায় ফিরে গেলে বাংলাদেশের জয়ের স্বপ্ন সেখানে থমকে যায়। শেষদিকে জাকেরও ফিরে যান ২৭ রান করে।
শ্রীলঙ্কার হয়ে তিনটি করে উইকেট শিকার করেন আসিথা ফার্নান্দো ও দুশমন্ত চামিরা। এছাড়া ২টি করে উইকেট নেন দুনিথ ভেলালাগে ও ওয়ানিন্দু হাসারাঙ্গা।
এর আগে ব্যাটিংয়ে নেমে কুশল মেন্ডিসের সেঞ্চুরিতে ভর করে ২৮৫ রানের পুঁজি পায় শ্রীলঙ্কা। ১১৪ বলে ১৮ চারের মারে ১২৪ রান করেন কুশল। দ্বিতীয় সর্বোচ্চ ৫৮ রান করেন অধিনায়ক চারিথ আসালাঙ্কা। এছাড়া পাথুম নিশাঙ্কা ৩৫, কামিন্দু মেন্ডিস ১৬ এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা ১৮ রান করেন।
বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট শিকার করেন তাসকিন আহমেদ ও মেহেদি হাসান মিরাজ। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম ও শামীম হোসেন।
সংক্ষিপ্ত স্কোর :
শ্রীলঙ্কা: ২৮৫/৭ (৫০ ওভার)
বাংলাদেশ: ১৮৬/১০ (৩৯.৪ ওভার)
ফলাফল: শ্রীলঙ্কা ৯৯ রানে জয়ী
ক্রিফোস্পোর্টস/৮জুলাই২৫/বিটি
