Connect with us
ফুটবল

হামজা জাদুর পর প্রথমার্ধের শেষ মুহূর্তে গোল হজম বাংলাদেশের

hamza choudhury bangladesh
হামজা চৌধুরি। ছবি- সংগৃহীত

আবারো শেষ মুহূর্তে গোল হজম করে কপালে চিন্তার ভাঁজ ফেলল বাংলাদেশ ফুটবল দল। এশিয়ান কাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে হংকংয়ের বিপক্ষে হামজা চৌধুরীর অসাধারণ গোলে ম্যাচের ১৩ মিনিটে এগিয়ে গিয়েছিললাল-সবুজের প্রতিনিধিরা। তবে প্রথমার্ধের যোগ করার সময়ে গোল হজম করে ১-১ সমতায় থেকে বিরতিতে গেল উভয় দল।

ঢাকার জাতীয় স্টেডিয়ামে রাত ৮টায় শুরু হয়েছে বহুল কাঙ্খিত এই ম্যাচ। যেখানে ম্যাচের শুরুতে হংকং আধিপত্য বিস্তারের চেষ্টা করলেও দ্রুত তাদের সঙ্গে টক্কর দেয়া শুরু করে বাংলাদেশ। দলের অন্যতম সেরা তারকা ফুটবলার হামজার ফ্রি-কিক গোলে লিড পায় স্বাগতিকরা। আর তাতেই উচ্ছ্বাসে মাতে গোটা স্টেডিয়াম।

এদিন মাত্র ১৩ মিনিটে হংকংয়ের বক্সের সামনে ফ্রি-কিক পায় বাংলাদেশ। কিক নিতে আসেন হামজা চৌধুরী। বক্সের বাম পাশ থেকে নেয়া হামজা চৌধুরীর জোরালো ফ্রি-কিকটি চোখের পলকে জড়ায় হংকংয়ের জালে। ম্যাচের আগে হংকংয়ের ইংলিশ কোচ অ্যাশলি ওয়েস্টউড বলেছিলেন, তার দলে থাকলে হামজাকে বেঞ্চে বসিয়ে রাখতেন। এবার তিনিই দেখলেন হামজার জাদু।



অবশ্য এরপর গোল শোধ দিতে মরিয়া থাকে হংকং। তবে তাদের আটকে রেখেছিল বাংলাদেশ। প্রথমার্ধের যোগ করা সময়ের শেষ মুহূর্তে ঠিকই সমতাসূচক গোল পায় তারা। কর্নার কিকটি ঠিকমতো বাংলাদেশ ক্লিয়ার করতে না পারলে সুযোগ পেয়ে তা হাতছাড়া করেননি এভারটন কামারগো। এতে এগিয়ে থেকে বিরতিতে যেতে পারেনি বাংলাদেশ। 

ক্রিফোস্পোর্টস/৯অক্টোবর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল