লাতিন বাংলা সুপার কাপে শুরুটা আশানুরূপ হলো না বাংলাদেশের। প্রথম ম্যাচেই বড় হার দেখল বাংলাদেশ রাইজিং স্টার দলটি। ব্রাজিলের নিচের স্তরের লিগের ক্লাব সাও বার্নার্দোর কাছে ৪-০ গোলে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
আজ শুক্রবার (৫ ডিসেম্বর) জাতীয় স্টেডিয়ামে সাও বার্নার্দোর মুখোমুখি হয় লাল-সবুজের রাইজিং স্টার দল। তবে গতি, স্কিল কিংবা বলের নিয়ন্ত্রণে সাও বার্নার্দোর ফুটবলারদের কাছে খাবি খেয়েছেন বাংলাদেশের ফুটবলাররা।
এদিন জাতীয় স্টেডিয়ামে ম্যাচের প্রথম ২৭ মিনিট পর্যন্ত সাও বার্নার্দোর ফুটবলারদের আটকে রাখতে সক্ষম হয়েছিল বাংলাদেশ। এরপর তিন মিনিটের মধ্যে দুটি গোল হজম করে বাংলাদেশ। ম্যাচের ২৮তম মিনিটে লিড নিয়ে ব্রাজলের দলটি। এরপর ৩১তম মিনিটে লিড দ্বিগুণ করে নেয় সাও বার্নার্দো। তাতে ২-০ তে পিছিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা।
বিরতি থেকে ফিরেও গোলের ধারা অব্যাহত রাখে সাও বার্নার্দো। ম্যাচের ৫১ মিনিটে প্রতিপক্ষ ফুটবলারকে বক্সের মধ্যে ফাউল করেন ক্যাসপার হক। তাতে পেনাল্টি পেয়ে যায় দলটি। আর স্পষ্ট কিক থেকে দারুণ এক গোলে ৩-০ গোলে এগিয়ে যায় ব্রাজিলের দলটি।
ম্যাচের ৬৪তম মিনিটে গোলের হালি পূর্ণ করে সাও বার্নার্দো। চতুর্থ গোল হজমের পর ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায় লাল-সবুজের দল। তবে ম্যাচের বাকি সময়টাতে সাও বার্নার্দোর ফুটবলারদের আটকে রাখতে সক্ষম হয়েছিল বাংলাদেশের ডিফেন্ডাররা। আর কোনো গোল হজম না করায় ৪-০ তে হার নিশ্চিত হয়ে লাল-সবুজের প্রতিনিধিদের।
আগামী সোমবার (৮ ডিসেম্বর) সুপার কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনার ক্লাব আতলেতিকো চার্লোনের মুখোমুখি হবে বাংলাদেশের তরুণরা।
উল্লেখ্য, লাতিন বাংলা নামে একটি সংগঠন ঢাকায় আর্জেন্টিনা ও ব্রাজিলের দুই ক্লাব ও বাংলাদেশ দল নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করেছে। ব্রাজিলের সাও বার্নার্দোর বয়সভিত্তিক দলের পাশাপাশি আর্জেন্টিনার আতলেতিকো চার্লোনের বয়সভিত্তিক দল এই টুর্নামেন্টে অংশ নিয়েছে। আর বাংলাদেশ দলে খেলছেন অনূর্ধ্ব-১৭, ২০ ও ২৩ দলের বাছাইকৃত ফুটবলারা।
ক্রিফোস্পোর্টস/৫ডিসেম্বর২৫/বিটি