Connect with us
ফুটবল

প্রথমার্ধে নেপালের কাছে এক গোল হজম করল বাংলাদেশ

Bangladesh concede a goal to Nepal in the first half.
পিছিয়ে থেকে বিরতিতে বাংলাদেশ। ছবি- বাফুফে

নেপালের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ আছে মাঠে নেমেছে বাংলাদেশ। তবে হতাশ করেছে স্বাগতিকরা। প্রথমার্ধে নেপালের কাছে এক গোল হজম করেছে লাল-সবুজের দল। একাধিক সুযোগ তৈরি করেও বাজে ফিনিশিংয়ের কারণে কোনো গোলের দেখা পায়নি স্বাগতিকরা।

জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই পাসিং ফুটবল খেলে অ্যাটাকে যাওয়ার চেষ্টা করে বাংলাদেশ। ম্যাচের চার মিনিটে প্রথম কর্ণার পেয়ে যায় স্বাগতিকরা। তবে নেপালের রক্ষণ ভেদ করতে পারেননি হামজা-রাকিবরা। ম্যাচের দশম মিনিটে নেপালের বক্সে দারুণ এক ক্রস করেছিলেন ফয়সাল আহমেদ ফাহিম। তবে লাফিয়ে চেষ্টা করেও হেড নিতে পারেননি সোহেল রানা।

ম্যাচের ২০তম মিনিটে দ্বিতীয় কর্নার পায় বাংলাদেশ। জামালের নেয়া কর্নার নেপালের বক্সে আসলেও বল তালুবন্দি করতে পারেননি গোলরক্ষক। তবে সেখানে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি বাংলাদেশের কেউ। তবে বাংলাদেশের আক্রমণের পর আচমকা এক সুযোগ পেয়ে যায় নেপাল। আর সেটাই কাজে লাগায় সফরকারীরা।



ম্যাচের ২৯তম মিনিটে এগিয়ে যায় নেপাল। বক্সের ভেতরে বা প্রান্ত থেকে কাট ব্যাকে বক্সের বাইরে বল পেয়ে যান রোহিত চাঁদ। সেখানে থেকে বুলেট গতির এক নিচু শটে বল জালে জড়ান এই মিডফিল্ডার। গোলরক্ষক মিতুল মারকা ঝাপিয়ে পড়েও বলের ছোঁয়া পাননি।

গোল হজমের পর আক্রমণের ধার বাড়ায় বাংলাদেশ। হামজা আরও উপরে উঠে খেলতে শুরু করেন। উপরের এসে সুযোগও তৈরি করেন। তবে বার বার বাংলাদেশের সুযোগ ভেস্তে দেন নেপালের গোলরক্ষক কিরণ কুমার। বাংলাদেশের প্রতিটি শটই আটকে দেন এই গোলরক্ষক।

প্রথমার্ধের যোগ করা সময়ে হামজা ডিফেন্স থেকে দৌড়ে এসে প্রতিপক্ষ ডিফেন্ডারের কাছ থেকে বল ছিনিয়ে নেন। এরপর গোলরক্ষকের কাছ থেকে বল নিয়েও একটি সূযোগ তৈরি করেন। তবে এবার সুযোগ কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। এরপরেই বাজে রেফারির বাঁশি। ১-০ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ।

ক্রিফোস্পোর্টস/১৩নভেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল