Connect with us
ফুটবল

অনূর্ধ্ব-১৯ সাফ নারী চ্যাম্পিয়নশিপ

বড় মঞ্চের জন্য খেলোয়াড় তৈরি করতে চান বাংলাদেশ কোচ

বড় খেলোয়াড় খুজতে চান বাংলাদেশের কোচ। ছবি: সংগৃহীত

নেপালের পোখারায় আজ শুরু হচ্ছে মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ। চার দল নিয়ে আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই মাঠে নেমেছে বাংলাদেশ। রঙ্গশালা স্টেডিয়ামে পিটার বাটলারের দলের প্রথম প্রতিপক্ষ ছিল ভুটান। তাদেরকে ১২ গোলের ব্যবধানে হারিয়ে উড়ন্ত সূচনা করে বাংলাদেশ।

এবারের আসর অনুষ্ঠিত হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান প্রতিটি দল একবার করে একে অন্যের মুখোমুখি হবে। লিগ পর্ব শেষে টেবিলের শীর্ষ দুই দল খেলবে ফাইনাল। তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দল বিদায় নেবে। আগামী ৭ ফেব্রুয়ারি ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে প্রতিযোগিতা।

বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ২ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে। লিগ পর্বের শেষ ম্যাচ ৪ ফেব্রুয়ারি, স্বাগতিক নেপালের বিরুদ্ধে। সব ম্যাচই হবে পোখারার একই ভেন্যুতে। দক্ষিণ এশিয়ার সব দেশ এবার অংশ নিচ্ছে না। পাকিস্তান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ নেই এই আসরে।



সাম্প্রতিক সময়ে বাংলাদেশ নারী ফুটবলের ধারাবাহিক সাফল্যের পেছনে বয়সভিত্তিক দলগুলোর ভূমিকা স্পষ্ট। অনূর্ধ্ব-১৯ দলটিকে ঘিরেও তাই প্রত্যাশা আছে। অর্পিতা বিশ্বাস, রিতা, ইয়েরজান, আরফিনদের মতো ফুটবলারদের ভবিষ্যৎ জাতীয় দলের সম্ভাব্য সম্পদ হিসেবে দেখা হচ্ছে। টিম ম্যানেজমেন্টও এই আসরকে দেখছে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে।

আগামী মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে নারী এশিয়ান কাপ। সেই টুর্নামেন্ট সামনে রেখে জাতীয় দলের ক্যাম্প চলছে ঢাকায়। ক্যাম্প ছেড়ে অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে নেপালে যাওয়ায় পিটার বাটলারকে নিয়ে আলোচনা হয়েছে। তবে ইংলিশ কোচের ব্যাখ্যা পরিষ্কার তার লক্ষ্য শুধু শিরোপা নয়, বরং বড় আসরের জন্য প্রস্তুত খেলোয়াড় খুঁজে বের করা।

সংবাদ সম্মেলনে বাটলার বলেন, এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়াই তার প্রধান লক্ষ্য নয়। বরং জাতীয় দল এবং এএফসি অনূর্ধ্ব-২০ বাছাইয়ের জন্য উপযুক্ত ফুটবলার খুঁজে বের করাই তার অগ্রাধিকার। গত দুই বছর ধরে তিনি বাংলাদেশের নারী ফুটবলের উন্নয়ন নিয়ে কাজ করছেন বলেও জানান। তার মতে, এমন টুর্নামেন্টই সেই উন্নয়নের বাস্তব ক্ষেত্র।

ক্রিফোস্পোর্টস/৩১জানুয়ারি২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ফুটবল