Connect with us
ফুটবল

প্রথম ম্যাচ জিতে পরবর্তী লক্ষ্য জানালেন বাংলাদেশের কোচ বাটলার

কোচ পিটার বাটলার। ছবি- সংগৃহীত

মেয়েদের অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ের গ্রুপপর্বে প্রথম ম্যাচেই দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। লাওসকে ৩-১ গোলে হারিয়েছে পিটার বাটলারের শিষ্যরা। জোড়া গোল করেছেন সাগরিকা।

জয়ের পর কোচ পিটার বাটলার বলেন, প্রথম ম্যাচে জয় পাওয়াটা সবসময়ই গুরুত্বপূর্ণ। এতে তিন পয়েন্ট পেলাম, এখন চোখ আমাদের পরের ম্যাচে – পূর্ব তিমুরের বিপক্ষে। আজ আমরা ভালোভাবে রক্ষণ সামলেছি, কখনও ঝুঁকিও নিয়েছি। আমরা এভাবেই খেলি, যা কারো পছন্দ হতে পারে, আবার নাও হতে পারে।

বাটলার আরও বলেন, শুরুতে সুযোগ নষ্ট করেছি কিছুটা চাপের কারণে। তবে মেয়েরা সত্যিই ভালো ফুটবল খেলেছে। একটি বাজে গোল খেয়েছি, সেটা নিয়ে আমি হতাশ। তবে সত্যি বলতে, ওই গোল আমাদের জন্য বড় কোনো বিপদের কারণ হয়নি।



এই জয় অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের মাত্র তৃতীয় জয়। এর আগে ১২ ম্যাচে জিতেছিল মাত্র দুটিতে।

বাংলাদেশের গ্রুপে রয়েছে শক্তিশালী দক্ষিণ কোরিয়া এবং তুলনামূলক দুর্বল দল পূর্ব তিমুর। একই গ্রুপের আরেক ম্যাচে দক্ষিণ কোরিয়া ৯-০ গোলে বিধ্বস্ত করেছে পূর্ব তিমুরকে। ফলে তারা রয়েছে গ্রুপের শীর্ষে। বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচে শুক্রবার মুখোমুখি হবে পূর্ব তিমুরের।

গ্রুপ চ্যাম্পিয়ন দল সরাসরি খেলবে মূল পর্বে।

তবে সর্বোচ্চ চেষ্টায় সফল না হলে বাংলাদেশের দ্বিতীয় লক্ষ্য গ্রুপ রানার্সআপ হয়ে বাকি আট গ্রুপের মধ্যে সেরা তিন রানার্সআপের একটি হয়ে এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নেওয়া।

আগামী ৮ আগস্ট বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে পূর্ব তিমুরের মুখোমুখি হবে বাংলাদেশ। লাও ন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।

ক্রিফোস্পোর্টস/৭আগস্ট২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল