লম্বা সময় পর স্বস্তিদায়ক ক্রিকেট খেলছে বাংলাদেশ দল। আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে রেকর্ড ব্যবধানের জয়ের হাতছানি টাইগারদের সামনে। খেলার তৃতীয় দিন শেষেই অনেকে ধরে নিচ্ছেন এই ম্যাচে শেষ হাসি হাসতে যাচ্ছে নাজমুল হোসেন শান্তর দল। শুধু তাই নয়, সুযোগ আছে রেকর্ড গড়ে জয়ের।
প্রথম ইনিংসে মাহমুদুল হাসান জয় ও নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে ভর করে ৩০১ রানের বিশাল লিড নিয়ে ইনিংস ঘোষণা করেছিল বাংলাদেশ। তৃতীয় দিনের শেষ বেলায় ব্যাট করতে নেমে নিজেদের ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে প্রায় ছিটকে গেছে আয়ারল্যান্ড।
চতুর্থ দিনে আজ বাংলাদেশের সামনে সুযোগ রয়েছে নিজেদের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানের টেস্ট ম্যাচ জয় তুলে নেওয়ার। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা টাইগাররা ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বোচ্চ এক ইনিংস ও ১৮৪ রানের ব্যবধানে জয় তুলে নিয়েছিল।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করা ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ এক ইনিংস ও ১০৬ রানের ব্যবধানে জিম্বাবুয়ে বিপক্ষে ২০২০ ও ২০২৫ সালে দুই দফায় জয় পায় বাংলাদেশ। এবার টাইগারদের সামনে সুযোগ রয়েছে সেই রেকর্ড ভেঙে নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানের জয় তুলে নেওয়ার।
এছাড়া প্রথম ইনিংসে ব্যাট করার ক্ষেত্রে আফগানিস্তানের বিপক্ষে সর্বোচ্চ ৫৪৬ রানে জয়ের রেকর্ড আছে বাংলাদেশের। এরপর দ্বিতীয় সর্বোচ্চ ২২৬ রানের ব্যবধানে জিম্বাবুয়েকে হারিয়েছিল টাইগাররা। তবে এবার দ্বিতীয় ইনিংসে ব্যাট করায় ইনিংস ব্যবধানে জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে নাজমুল শান্তর দল।
চতুর্থ দিনের সকালে আরো একটি উইকেট হারিয়ে ইতোমধ্যে চাপে পড়ে গেছে সফরকারীরা। রিপোর্ট লেখা পর্যন্ত তৃতীয় ইনিংসে এখন পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১৩৮ রান সংগ্রহ করেছে আয়ারল্যান্ড। যেখানে তারা বাংলাদেশের চেয়ে পিছিয়ে আছে এক উইকেট ও ১৬৩ রানের ব্যবধানে।
উল্লেখ্য, সিলেট টেস্টে বাংলাদেশের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ২৮৬ রানের সংগ্রহ পায় আয়ারল্যান্ড। বিপরীতে মাহমুদুল হাসান জয়ের ১৭১ রান, নাজমুল শান্তর ১০০ রান, মমিনুল হকের ৮২ রান, সাদমান ইসলামের ৮০ রান ও লিটন দাসের ৬০ রানে ভর করে ৫৮৭ রানের বড় সংগ্রহ পায় টাইগাররা।
রিপোর্ট লেখা পর্যন্ত স্কোরকার্ড—
আয়ারল্যান্ড ১ম ইনিংস : ২৮৬/১০ রান
বাংলাদেশ ১ম ইনিংস : ৫৮৭/৮ রান (ইনিংস ঘোষণা)
আয়ারল্যান্ড ২য় ইনিংস : ১৩৮/৬ রান (চলমান)
ক্রিফোস্পোর্টস/১৪নভেম্বর২৫/এফএএস