
বাংলাদেশের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টিতে পাত্তাই পেল না নেদারল্যান্ডস। প্রথম ম্যাচে সফরকারীদের ব্যাটিং ব্যর্থতার পর ৮ উইকেটের বড় ব্যবধানে জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। এবার দ্বিতীয় ম্যাচে এসেও বড় ব্যবধানে জয় তুলে নিয়েছে লিটন দাসের দল।
সোমবার (১ সেপ্টেম্বর) সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে নেদারল্যান্ডসকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এতে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিয়েছে স্বাগতিকরা।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৭.৩ ওভারে ১০৩ রান তুলে গুটিয়ে যায় নেদারল্যান্ডস। জবাবে খেলতে নেমে ১৩.১ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।
এদিন রানতাড়ায় নেমে উদ্বোধনী জুটিতে ৩৩ বলে ৪০ রান তুলে নেয় বাংলাদেশ। ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে পারেননি পারভেজ হোসেন ইমন। ২১ বলে ৩ চার ও ১ ছক্কায় ২৩ রানের ইনিংস খেলে ফেরেন এই মারকুটে ওপেনার।
ইমন ফেরার পর তানজিদ হাসান তামিম ও লিটন দাস মিলে ৪৬ বলে ৬৪ রানের অপরাজিত জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন। ফিফটি হাকিয়ে ৫৪ রান করে অপরাজিত ছিলেন তানজিদ। ৪০ বলে ৪ চার ও ২ ছক্কায় ইনিংসটি সাজান এই ওপেনার। এ ছাড়া লিটন ১৮ বলে ১৮ রান করে অপরাজিত ছিলেন।
এর আগে ব্যাটিংয়ে নেমে নেদারল্যান্ডসের পক্ষে ২৪ বলে সর্বোচ্চ ৩০ রানের ইনিংস খেলেন আরিয়ান দত্ত। এ ছাড়া ভিক্রামজিৎ সিং ১৭ বলে ২৪, শারিজ আহমাদ ১৭ বলে ১২ রান করেন। বাংলাদেশের পক্ষে ৪ ওভারে ২১ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন নাসুম আহমেদ। এ ছাড়া তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান ২টি করে এবং শেখ মেহেদি ও তানজিম সাকিব একটি করে উইকেট নেন।
ক্রিফোস্পোর্টস/১সেপ্টেম্বর২৫/বিটি
