Connect with us
ফুটবল

টিকিট ছাড়াই মাঠে বসে উপভোগ করা যাবে বাংলাদেশ-চীন ম্যাচ

Bangladesh and China press meet in BFF
বাফুফেতে বাংলাদেশ-চীন সংবাদ সম্মেলন। ছবি- বাফুফে

চীনের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক বেশ পুরনো। এরই মধ্যে তা অতিক্রম করেছে অর্ধশত বছর। আর সেই উপলক্ষে ঢাকাস্থ চীনা দূতাবাস শিক্ষা, সংস্কৃতি ও বাণিজ্যের পাশাপাশি ক্রীড়া খাতেও দুই দেশের মধ্যে সম্পর্ক মজবুত করার উদ্যোগ নিয়েছে। সেই ধারাবাহিকতায় চীনের বিশ্ববিদ্যালয়ের এক নারী ফুটবল দল বাংলাদেশে এসেছে প্রীতি ম্যাচ খেলতে।

গতকাল (বৃহস্পতিবার) বিকেলে একটি সংবাদ সম্মেলন হয়েছে বাফুফে ভবনে। সেখানে উপস্থিত ছিলেন ঢাকাস্থ চীন দূতাবাসের সাংস্কৃতিক কাউন্সেলর লিও সাওপেং। তিনি বলেন, ‘ফুটবল বাংলাদেশে অনেক জনপ্রিয় তাই ফুটবল দিয়েই শুরু।  দুই দেশের সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে অনেক আয়োজন থাকবে বছরব্যাপী। ক্রীড়া ছাড়াও অন্য ক্ষেত্রেও নানা কর্মসূচি থাকবে।’

জাতীয় স্টেডিয়ামে আগামীকাল শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় চীনের ইউনান মিনজু বিশ্ববিদ্যালয় টিমের বিপক্ষে খেলবে বাংলাদেশের প্রতিনিধিরা। এই ম্যাচ দেখতে দর্শকদের কোনো টিকিট কাটা লাগবে না। বরং বিনামূল্যে গ্যালারিতে বসেই খেলা উপভোগ করতে পারবেন দর্শকরা। এই ম্যাচের পৃষ্ঠপোষকতা করছে এইচএসবিসি ব্যাংক। 



China University football team

বাংলাদেশে আসা চীনের বিশ্ববিদ্যালয় ফুটবল দল।

এদিকে বাংলাদেশ অ-১৭ নারী দল সম্প্রতি ভুটান থেকে ফিরেছে। সেই দলের মেয়েরাই মূলত খেলবে চীনের মিনজু বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে। বাংলাদেশ দলের কোচ মাহবুবুর রহমান লিটু বলেছেন, ‘মেয়েরা ছুটি কাটিয়ে এসেছে। আমরা কয়েকদিন প্রস্তুতি নিয়েছি। চীনের নারী ফুটবল অনেক ভালো। আশা করি একটা ভালো ম্যাচই হবে।’

বর্তমানে নারী এশিয়া কাপের চ্যাম্পিয়ন দল চীন। অবশ্য বাংলাদেশে খেলতে আসা দলটি কোনো জাতীয় বা ক্লাবের দল নয়; বরং বিশ্ববিদ্যালয় টিম। এই দল সম্পর্কে চীনা দূতাবাসের কূটনীতিক জানান, ‘আসলে আমরা দূতাবাসই দলটি ঠিক করেছি। ১৮ জনের মধ্যে মিনজু বিশ্ববিদ্যালয়ের ১৩ জন অন্য বিশ্ববিদ্যালয়ের ৫ জন। এরা বিশ্ববিদ্যালয় পর্যায়ে নিয়মিত খেলে।’

ক্রিফোস্পোর্টস/১৯সেপ্টেম্বর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল