Connect with us
ক্রিকেট

আইসিসি থেকে দুঃসংবাদ পেলেন বাংলাদেশ অধিনায়ক

Bangladesh captain receives bad news from ICC
দুঃসংবাদ পেয়েছেন জ্যোতি। ছবি- সংগৃহীত

পাকিস্তানের নারী বিশ্বকাপ বাছাইপর্বে স্বাগতিকদের পর দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করেছে বাংলাদেশ। বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে র‍্যাঙ্কিংয়ে উন্নতির মুখ দেখেছিলেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিসহ বেশ কয়েকজন ক্রিকেটার। তবে এবার নতুন করে র‍্যাংকিংয়ে দুঃসংবাদ পেলেন জ্যোতিরা।

মূলত বিশ্বকাপ বাছাইয়ের পর অবসর সময় পার করছে বাংলাদেশের মেয়েরা। তবে বাইশ গজে ব্যস্ত সময় পার করছে বেশ কয়েকটি দল। ফলে র‍্যাংকিংয়ে অন্যরা এগোনোয় পিছিয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা।

মঙ্গলবার (৬ মে) সাপ্তাহিক হালনাগাদ র‍্যাংকিং প্রকাশ করেছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সি (আইসিসি)। যেখানে ব্যাটারদের র‍্যাংকিংয়ে অবনতি হয়েছে টাইগ্রেস অধিনায়ক নিগারের। দুই ধাপ পিছিয়ে বিশের বাইরে চলে গেছেন তিনি। ৫৬৪ রেটিং পয়েন্ট নিয়ে ২১ নম্বরে অবস্থান করছেন এই উইকেটরক্ষক ব্যাটার।

আরও পড়ুন:

» র‍্যাঙ্কিংয়ে অবনতি, ২০২৭ বিশ্বকাপ নিয়ে যে শঙ্কায় বাংলাদেশ

» শ্রীলঙ্কা সিরিজে দেখা যাবে তাসকিনকে? যা বলছে বিসিবি 

ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন সাউথ আফ্রিকার তারকা ব্যাটার লরা উলভার্ট। তার রেটিং পয়েন্ট ৭৭৩। এক ধাপ এগিয়ে দুই নম্বরে জায়গা করে নিয়েছেন ইংলিশ ব্যাটার ন্যাট সিভার ব্রান্ট। তবে এক ধাপ পিছিয়ে তিনে নেমে গেছেন ভারতীয় ব্যাটার স্মৃতি মান্ধানা। এছাড়া দুই অজি ব্যাটার বেথ মুনি ও অ্যাশ গার্ডনার দুই ধাপ করে এগিয়ে যথাক্রমে সাত ও আট নম্বরে অবস্থান করছেন।

নিগারের পাশাপাশি অবনতি হয়েছে শারমিন আক্তার সুপ্তার। এক ধাপ পিছিয়ে ২২ নম্বরে নেমে গেছেন এই ব্যাটার। বর্তমানে তার রেটিং পয়েন্ট ৫৫৫। ফারজানা হক পিছিয়েছেন ২ ধাপ। ৫৪৩ রেটিং পয়েন্ট নিয়ে ২৬ নম্বরে অবস্থান করছেন এই ব্যাটার।

বোলারদের তালিকায় অবস্থানের কোনো পরিবর্তন হয়নি নাহিদা আক্তারের। ৬১৮ রেটিং পয়েন্ট নিয়ে ১০ নম্বরে অবস্থান করছেন এই স্পিনার। এক ধাপ এগিয়েছেন রাবেয়া খান। ৫১২ রেটিং পয়েন্ট নিয়ে ২১ নম্বরে উঠে এসেছেন তিনি। এছাড়া ফাহিমার খাতুন একধাপ এগিয়ে ৪৬ নম্বরে অবস্থান করছেন।

বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষ দশে কোনো পরিবর্তন আসেনি। বরাবরের মতোই শীর্ষস্থান ধরে রেখেছেন ইংলিশ তারকা সোফি একলেস্টোন। এছাড়া অস্ট্রেলিয়ার অ্যাশ গার্ডনার দুইয়ে এবং মেগান শুট তিনে অবস্থান করছেন।

ক্রিফোস্পোর্টস/৬মে২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট