Connect with us
ক্রিকেট

সোহান-অঙ্কনের সেঞ্চুরিতে রানের পাহাড় গড়ল বাংলাদেশ

Nurul Hasan Sohan and Mahidul Ankon make centuries to score huge total
সোহান-অঙ্কনের সেঞ্চুরিতে বাংলাদেশ 'এ' দলের বিশাল সংগ্রহ। ছবি- সংগৃহীত

নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৭ উইকেটের সহজ জয় দিয়ে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ ‘এ’ দল। এবার দ্বিতীয় ম্যাচেও দারুন শুরু করেছে স্বাগতিকরা। অধিনায়ক নুরুল হাসান সোহান ও মাহমুদুল অঙ্কনের দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে ৩৪৪ রানের বিশাল সংগ্রহ করে লাল-সবুজের প্রতিনিধিরা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এদিন ৯৭ রানে বাংলাদেশের তিন উইকেট পড়ার পর দলের হাল ধরেন অধিনায়ক সোহান এবং অঙ্কন। দুর্দান্ত ব্যাটিংয়ে তারা দুজনেই তুলে নিয়েছেন শতক। চতুর্থ উইকেটে ২২৫ রানের বিশাল জুটি গড়েন এই দুই মিডল অর্ডার ব্যাটার।

সমান ৭টি করে চার ও বিশাল ছক্কার মারে ১০১ বলে ১১২ রানের ঝলমলে একটি ইনিংস খেলেন সোহান। একই গতিতে ব্যাট চালিয়ে ৭ চার ও ৫ ছক্কায় ১০৮ বলে ১০৫ রান সংগ্রহ করেছেন মাহিদুল অঙ্কন। ইনিংসের ৪৭তম ওভারে বড় শট খেলতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন সোহান। আর শেষ ওভারে আউট হন অঙ্কন।

আরও পড়ুন:

» অস্থিরতার জেরে বন্ধ হতে পারে আইপিএল!

» ‘ইন্টার’ পরীক্ষায় ফেল করে বার্সেলোনার টার্গেট এল ক্লাসিকো

এদিকে ওপেনিংয়ে ব্যাট করতে নেমে ৪১ বলে ৪০ রানের ইনিংস খেলেছিলেন জাতীয় দল থেকে ছিটকে যাওয়া ক্রিকেটার নাঈম শেখ। তিন নম্বরে নেমে ৩৪ বলে ৩৯ রানের দারুন ইনিংস খেলেন এনামুল হক বিজয়। যেখানে তিনি হাকান সমান ৩টি করে চার ও ছক্কার মার। শেষ থেকে রান বাড়ানোর চেষ্টা করেন মোসাদ্দেক হোসেন সৈকত।

বাংলাদেশের দেয়া ৩৪৫ রানের বিশাল টার্গেট পূরণে ব্যাট করছে নিউজিল্যান্ড ‘এ’ দল। এর আগে প্রথম ওয়ানডেতে সফরকারীরা আগে ব্যাট করে মাত্র ১২৭ রানে গুটিয়ে গিয়েছিল। আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। আজ জয় তুলে নিতে পারলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতবে টাইগাররা।

ক্রিফোস্পোর্টস/৭মে২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট