
নারী ওয়ানডে বিশ্বকাপে বোলিংয়ে দুর্দান্ত শুরু পেয়েছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমে দারুণ বোলিং করেছে টাইগ্রেসরা। মারুফা-নাদিহাদের বোলিং তোপে দেড়শ রানের আগেই গুটিয়ে গেছেন পাকিস্তান।
আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) নারী বিশ্বকাপের তৃতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৩৮.৩ ওভারে ১২৯ রান করেই অলআউট হয়ে গেছে পাকিস্তান। বাংলাদেশের পক্ষে ৫ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন স্বর্ণা আক্তার।
এদিন বোলিংয়ে নেমে বাংলাদেশকে দুর্দান্ত শুরু এনে দেন পেসার মারুফা আক্তার। প্রথম ওভারেই জোড়া আঘাত হানেন তিনি। ওভারের পঞ্চম বলে দুর্দান্ত এও ইনসুইং ডেলিভারিতে ওমাইমা সোহেলকে ফেরান এই পেসার। গোল্ডেন ডাক মেরে প্যাভিলিয়নে ফেরেন ওমাইমা। পরের বলেই তুলে নেন দ্বিতীয় উইকেট। এনার তার শিকার পাকিস্তানের ইনফর্ম ব্যাটার সিদরা আমিন। তিনিও ফেরেন গোল্ডেন ডাকে।
এরপর মুনেবা আলী ও রামিন শামীম মিলে প্রাথমিক বিপত্তি সামাল দেন। তবে তৃতীয় উইকেট জুটিতে অর্ধশত রান ছোঁয়ার আগেই ফের আঘাত হানে বাংলাদেশ। এবার পর পর দুই ওভারে দু’বার আঘাত হানেন নাহিদা আক্তার। দ্বাদশ ওভারে দলীয় ৪৪ রানের মাথায় মুনেবা এবং ত্রয়োদশ ওভারে দলীয় ৪৭ রানের মাথায় রামিনকে ফেরান এই স্পিনার। মুনেবা ৩৫ বলে ১৭ এবং রামিন ৩৯ বলে ২৩ রান করেন।
দুই সেট ব্যাটার ফেরার পর আলিয়া রিয়াজ ও সিদরা নাওয়াজ মিলে ২০ রান যোগ করেন। ৬৭ রানের মাথায় সিদরা (১৫) ফিরে গেলে অধিনায়ক ফাতিমা সানার সঙ্গে আরো ২৪ রান যোগ করেন আলিয়া। দলীয় ৯১ রানের মাথায় ফিরে যান তিনিও (১৩)।
দলীয় ১০০ রানের মাথায় অধিনায়ক ফাতিমাও বিদায় নেন ৩৩ বলে ২২ রান করে। শেষদিকে দিয়ানা বাইগের ১৬ রানের অপরাজিত ক্যামিওতে ভর করে ১২৯ রানে পৌঁছায় পাকিস্তান। শেষের ৩টি উইকেট শিকার করেছিলেন স্বর্ণা।
নাহিদা ৮ ওভারে ১ মেডেনসহ মাত্র ১৯ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন। মারুফা ৭ ওভারে ৩১ রান দিয়ে সমান ২টি উইকেট তুলে নিয়েছেন। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন নিশিতা আক্তার নিশি, রাবেয়া খান ও ফাহিমা খাতুন।
বোলারদের আগুন ঝরানো পারফরম্যান্সের পর এবার ব্যাটারদের পালা জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে ৩০০ বলে মাত্র ১৩০ রান প্রয়োজন নিগার সুলতানা জ্যোতিদের।
ক্রিফোস্পোর্টস/২অক্টোবর২৫/বিটি
