সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ–আয়ারল্যান্ড টেস্টের দ্বিতীয় দিনে খুব বেশি সময় টিকতে পারেনি সফরকারীরা। প্রথম দিন শেষে আয়ারল্যান্ড ৮ উইকেটে ২৭০ রানে দিন শেষ করেছিল। দ্বিতীয় দিনের শুরুতে শেষ দুই উইকেট হারিয়ে ২৮৬ রানে গুটিয়ে গেছে আয়ারল্যান্ডের প্রথম ইনিংস।
আজ সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হয় দ্বিতীয় দিনের খেলা। প্রথম দিন ৮ উইকেটে ২৭০ রানে শেষ করা আয়ারল্যান্ড দ্বিতীয় দিনে ব্যাট হাতে নামলেও বেশিক্ষণ উইকেটে থাকতে পারেনি। হাসান মাহমুদ ও তাইজুল ইসলাম ভাগাভাগি করে নিয়েছেন শেষ দুই উইকেট। সকাল ৯টা ৪৪ মিনিটেই শেষ হয়ে যায় আইরিশদের ইনিংস।
দ্বিতীয় দিনের শুরুতে হাসানের করা প্রথম ওভারে দুটি চার মেরে আক্রমণাত্মক সুরে খেলতে চেয়েছিলেন ব্যারি ম্যাকার্থি। তবে বেশি দূর যেতে পারেননি। তাইজুলের বলে ম্যাথু হামফ্রিজ (০) এলবিডব্লুর ফাঁদে পড়েন, আর হাসানের করা ৯৩তম ওভারে ম্যাকার্থি (৩১) বোল্ড হন।
৯২.২ ওভারে ২৮৬ রানে থামে আয়ারল্যান্ডের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৬০ রান করেন পল স্টার্লিং, ৭৬ বলের ইনিংসটি ছিল ৯ চারে সাজানো। দ্বিতীয় সর্বোচ্চ ৫৯ রান আসে ক্যাড কারমাইকেলের ব্যাট থেকে।
বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল বোলার মেহেদী হাসান মিরাজ। ২৩ ওভারে ৫০ রানে নিয়েছেন ৩ উইকেট। দুটি করে উইকেট পেয়েছেন তাইজুল ইসলাম, হাসান মাহমুদ ও হাসান মুরাদ। নাহিদ রানা নিয়েছেন ১ উইকেট।
এদিকে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমেছিল আয়ারল্যান্ড। প্রথম দিনের প্রথম ইনিংসে একের পর এক ক্যাচ ফেলায় এগিয়ে যেতে পারেনি বাংলাদেশ। তবে দ্বিতীয় দিনের সকালে বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণে দ্রুত শেষ হয়েছে সফরকারীদের ইনিংস।
প্রথম ইনিংসে আয়ারল্যান্ডকে অলআউট করে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পেয়েছে বাংলাদেশ। সর্বশেষ প্রতিবেদন পর্যন্ত কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৪.২ ওভারে ৬০ রান। ৪৮ বলে ৩০ রানে ব্যাট করছেন ওপেনার জয় এবং ৩৮ বলে ৩০ রানে ব্যাট করছেন আরেক ওপেনার সাদমান।
ক্রিফোস্পোর্টস/১২নভেম্বর২৫/টিএ