Connect with us
ফুটবল

ভিয়েতনামের কাছে হেরে বাছাইপর্ব শুরু বাংলাদেশের

Bangladesh begins qualifiers with loss to Vietnam
বাছাইপর্বের শুরুতে ভিয়েতনামের কাছে হেরে গেছে বাংলাদেশ। ছবি- বাফুফে

এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ে শুরুটা আশানুরূপ হলো না বাংলাদেশেরবাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেয়েছে লাল-সবুজের দলস্বাগতিক ভিয়েতনামের কাছে ২-০ গোলের ব্যবধানে হেরে গেছে মোরসালিন-কিউবারা

ভিয়েতনামের ভিয়েত ত্রাই স্টেডিয়ামে প্রথমার্ধে এক গোল হজমের পর দ্বিতীয়ার্ধে আর সমতায় ফিরতে পারেনি বাংলাদেশশেষদিকে আরেকটি গোল হজম করে শেষ পর্যন্ত ২-০ ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়তে হয় সাইফুল বারী টিটুর শিষ্যদের



এদিন ম্যাচের শুরু থেকেই বাংলাদেশকে চাপের ওপর রাখে ভিয়েতনামস্বাগতিকদের দাপটের সামনে দাঁড়াতেই পারছিলো না বাংলাদেশযার ফলে প্রথম গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষাও করতে হয়নি ভিয়েতনামকেম্যাচের ১৫ মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরাবাংলাদেশের রক্ষণের ভুলে বল পেয়ে যায় প্রতিপক্ষ, এরপর সহজেই বাংলাদেশের জালে আঘাত হানেন গুইয়েন গক মাই

শুরুতে পিছিয়ে পড়ার পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে বাংলাদেশযদিও ভিয়েতনামের আক্রমণের বিপরীতে খুব বেশি পাল্টা আক্রমণ চালাতে পারেননি আল-আমিনরাতবে যতগুলো আক্রমণ হয়েছে তাতে লক্ষ্য খুঁজে পাননি কেউইফলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ

বিরতি থেকে ফিরেও ভিয়েতনামের সামনে দাঁড়াতে পারেনি বাংলাদেশএকের পর এক আক্রমণ চালাতে থাকে তারাতবে ডিফেন্ডার জায়ান আহমেদগোলরক্ষক মেহেদি হাসান শ্রাবণের বেশ কয়েকবার দলকে বিপদমুক্ত করেনতবে একাধিক আক্রমণের পর ম্যাচের ৮৩ মিনিটে দ্বিতীয় সাফল্য পেয়েই যায় স্বাগতিকরাগোলটি করেন ফাম লি দুকশেষ পর্যন্ত ২-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় মোরসালিনদের

আগামীসেপ্টেম্বরসিগ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইয়েমেনের মুখোমুখি হবে বাংলাদেশটুর্নামেন্টের মূলপর্বের টিকিট পেতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই লাল-সবুজের প্রতিনিধিদের

ক্রিফোস্পোর্টস/৩সেপ্টেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল