
এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ে শুরুটা আশানুরূপ হলো না বাংলাদেশের। বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেয়েছে লাল-সবুজের দল। স্বাগতিক ভিয়েতনামের কাছে ২-০ গোলের ব্যবধানে হেরে গেছে মোরসালিন-কিউবারা।
ভিয়েতনামের ভিয়েত ত্রাই স্টেডিয়ামে প্রথমার্ধে এক গোল হজমের পর দ্বিতীয়ার্ধে আর সমতায় ফিরতে পারেনি বাংলাদেশ। শেষদিকে আরেকটি গোল হজম করে শেষ পর্যন্ত ২-০ ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়তে হয় সাইফুল বারী টিটুর শিষ্যদের।
এদিন ম্যাচের শুরু থেকেই বাংলাদেশকে চাপের ওপর রাখে ভিয়েতনাম। স্বাগতিকদের দাপটের সামনে দাঁড়াতেই পারছিলো না বাংলাদেশ। যার ফলে প্রথম গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষাও করতে হয়নি ভিয়েতনামকে। ম্যাচের ১৫ মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। বাংলাদেশের রক্ষণের ভুলে বল পেয়ে যায় প্রতিপক্ষ, এরপর সহজেই বাংলাদেশের জালে আঘাত হানেন গুইয়েন গক মাই।
শুরুতে পিছিয়ে পড়ার পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। যদিও ভিয়েতনামের আক্রমণের বিপরীতে খুব বেশি পাল্টা আক্রমণ চালাতে পারেননি আল-আমিনরা। তবে যতগুলো আক্রমণ হয়েছে তাতে লক্ষ্য খুঁজে পাননি কেউই। ফলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ।
বিরতি থেকে ফিরেও ভিয়েতনামের সামনে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। একের পর এক আক্রমণ চালাতে থাকে তারা। তবে ডিফেন্ডার জায়ান আহমেদ ও গোলরক্ষক মেহেদি হাসান শ্রাবণের বেশ কয়েকবার দলকে বিপদমুক্ত করেন। তবে একাধিক আক্রমণের পর ম্যাচের ৮৩ মিনিটে দ্বিতীয় সাফল্য পেয়েই যায় স্বাগতিকরা। গোলটি করেন ফাম লি দুক। শেষ পর্যন্ত ২-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় মোরসালিনদের।
আগামী ৬ সেপ্টেম্বর ‘সি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইয়েমেনের মুখোমুখি হবে বাংলাদেশ। টুর্নামেন্টের মূলপর্বের টিকিট পেতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই লাল-সবুজের প্রতিনিধিদের।
ক্রিফোস্পোর্টস/৩সেপ্টেম্বর২৫/বিটি
