পাকিস্তান সিরিজের শুরুটা প্রত্যাশিত হলো না বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলের। শুরুতে বোলিংয়ে ভালো করে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলকে একশ’র আগেই আটকে দিয়েছিল স্বাগতিকরা। তবে বাজে ব্যাটিংয়ের কারণে এই রান তাড়া করতে ব্যর্থ হয়েছে লাল-সবুজের দল।
বুধবার (৩ ডিসেম্বর) সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলের কাছে ১৩ রানে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল।
কক্সবাজারের একাডেমি মাঠে টস জিতে আগে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৮৮ রান সংগ্রহ করে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে ১৯.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৭৫ রানের বেশি করতে পারেনি স্বাগতিকরা।
রানতাড়ায় নেমে শুরুতেই হোচঁট খায় বাংলাদেশ। দলীয় ২২ রানেই ৪ উইকেট হারায় স্বাগতিকরা। এরপর আরিত্রী নির্জনা মণ্ডলের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশ। তাকে সঙ্গ দেন সাদিয়া আক্তার। তবে ২০ বলে ১৬ রান করে বিদায় নেন সাদিয়া। এরপর নির্জনাও বিদায় নেন ৩৮ বলে ২০ রানের ইনিংস খেলে।
শেষদিকে কিছুটা আশা জাগান ববি খাতুন। তবে তিনি ১৮ বলে ১৩ রান করে বিদায় নিলে জয়ের পথ থেকে ছিটকে যায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ইনিংসের এক বল বাকি থাকতেই গুটিয়ে যায় স্বাগতিকরা।
পাকিস্তানের হয়ে ৪ ওভারে ২৭ রান দিয়ে ৩টি উইকেট নেন শাহার। এছাড়া রোজিনা আকরাম ও মেমোনা খালিদ দুইটি করে উইকেট শিকার করেছেন।
এর আগে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন ওপেনার ইমান নাসির। এছাড়া আরিশা আনসারি ২২ এবং রাবাইল ফারহান ১০ রান করেন। বাংলাদেশের পক্ষে বল হাতে ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ৪ উইকেট নেন জেরিন তাসনিম লাবন্য। এছাড়া একটি করে উইকেট নেন রুমানা আহমেদ ও ফারজানা ইয়াসমিন।
সংক্ষিপ্ত স্কোর :
পাকিস্তান অনূর্ধ্ব-১৯ : ৮৮/১০ (১৯.৪ ওভার)
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ : ৭৫/১০ (১৯.৫ ওভার)
ফলাফল : পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল ১৩ রানে জয়ী
ক্রিফোস্পোর্টস/৩ডিসেম্বর২৫/বিটি