
চলমান সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে টানা পঞ্চম জয় তুলে নিল বাংলাদেশ। শনিবার (১৯ জুলাই) শ্রীলঙ্কাকে ৫-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। এতে নেপালকে টপকে ফের শীর্ষস্থানে ফিরেছে স্বাগতিকরা।
এর আগে প্রথম দেখায় শ্রীলঙ্কাকে ৯-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় বারের দেখায় ৫ গোল করেই সন্তুষ্ট থাকতে হয়েছে পিটার বাটলারের শিষ্যদের।
এদিন বসুন্ধরা কিংস অ্যারেনার অনুশীলন মাঠে প্রথমার্ধেই ২-০ গোলের এগিয়ে যায় বাংলাদেশ। ম্যাচের ২৫ মিনিটে প্রথম গোলের দেখা পায় বাংলাদেশ। প্রথম গোলটি আসে কানন রানী বাহাদুরের পা থেকে। প্রথমার্ধের শেষদিকে শ্রীলঙ্কার জালে দ্বিতীয় আঘাত হানে বাংলাদেশ। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন পূজা দাস।
আরও পড়ুন:
» দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের দাপুটে সিরিজ জয়
» বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচ দেখাবে দেশের ২টি টিভি চ্যানেল
দ্বিতীয়ার্ধে আরো ৩ গোল করে বাংলাদেশ। ম্যাচের ৭৩ মিনিটে দূরপাল্লার শটে নিজের দ্বিতীয় গোল করে পূজা দাস। ম্যাচের ৮৬ মিনিটে চতুর্থ গোল করেন তৃষ্ণা রানী। এরপর যোগ করা সময়ে অধিনায়ক আফঈদা খন্দকারের গোলে ৫-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।
এই জয়ে ১৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ। আর দিনের প্রথম ম্যাচে ভুটানকে ৮-০ গোলের ব্যবধানে হারিয়ে শীর্ষে উঠে আসা নেপাল ১২ পয়েন্ট নিয়ে পুনরায় দুইয়ে নেমে গেছে।
আগামী সোমবার (২১ জুলাই) টুর্নামেন্টের অঘোষিত ফাইনালে মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল বাংলাদেশ ও নেপাল। এই ম্যাচে বাংলাদেশ জয় কিং ড্র পেলেই চ্যাম্পিয়ন হবে। তবে হেরে গেলে মুখোমুখি লড়াইয়ের হিসাব আসবে বিবেচনায়। কিন্তু সেখানেও সমতা থাকলে গোল পার্থক্যের হিসাবে যারা এগিয়ে থাকবে তারাই চ্যাম্পিয়ন হবে।
অবশ্য গোল ব্যবধানে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে আছে বাংলাদেশ। দুই দলের মধ্যে এখন গোল পার্থক্য ৬। তাই চ্যাম্পিয়ন হতে গেলে শেষ ম্যাচে জয় কিংবা ড্র করতে হবে বাংলাদেশকে।
ক্রিফোস্পোর্টস/১৯জুলাই২৫/বিটি
