যুব হকি বিশ্বকাপে শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দিল বাংলাদেশ। আমিরুল ইসলামের দুর্দান্ত হ্যাটট্রিকে দক্ষিণ কোরিয়াকে ৫-৩ গোলের ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের দল। তাতে যুবাদের এই আসরে দ্বিতীয় জয়ের দেখা পেল মেহরাব হোসেন সামিনের দল।
আজ শনিবার (৬ ডিসেম্বর) ভারতের মাদুরাইয়ে স্থান নির্ধারণী পর্বে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হয় বাংলাদেশ। তবে শক্তিশালী এই দলটির বিপক্ষে বাংলাদেশের শুরুটা আশানুরূপ হয়নি। লি’র জোড়া গোলে প্রথমে ২-০ তে পিছিয়ে পড়ে তারা। এরপর আমিরুলের দুর্দান্ত হ্যাটট্রিকে ম্যাচে ফেরে বাংলাদেশ।
ম্যাচের ২১ মিনিটে এক গোল শোধ করেন আমিরুল। পেনাল্টি কর্নার থেকে গোলটি করেন তিনি। এরপর তিন মিনিট পরেই আরেক পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে সমতায় ফেরান তিনি। তাতে ২-২ সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল।

বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া। ছবি- এএইচএফ
বিরতি থেকে ফিরে তৃতীয় কোয়ার্টারে বাংলাদেশকে লিড এনে দেন আমিরুল। ম্যাচের ৩৪ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। তাতে ৩-২ গোলের লিড নেয় লাল-সবুজ জার্সিধারীরা।
ম্যাচের শেষ কোয়ার্টারে ওবায়দুল জয়ের গোলে লিড বাড়ায় বাংলাদেশ। তবে দুই মিনিট পরেই এক গোল শোধ করে কোরিয়া। লি’র হ্যাটট্রিকে স্কোরলাইন দাঁড়ায় ৪-৩ তিনি। তবে সমতায় ফিরতে আরও এক গোলের প্রয়োজন ছিল তাদের।
শেষদিকে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে দক্ষিণ কোরিয়া। তবে উল্টো গোল হজম করে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায় দলটি। ম্যাচের শেষদিকে পঞ্চম গোলটি এনে দেন রাকিবুল হাসান। তাতে ৫-৩ গোলের ব্যবধানে জয় নিশ্চিত হয় লাল-সবুজদের।
এর আগে গ্রুপ পর্বেও দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ওই ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়েছিল। সেই ম্যাচেও হ্যাটট্রিক করেন আমিরুল। আজকের হ্যাটট্রিকসহ পাঁচ ম্যাচে চারটি হ্যাটট্রিকের দেখা পেলেন আমিরুল।
দক্ষিণ কোরিয়ার বিপক্ষে আজ ১৮তম স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। আগামী সোমবার (৮ ডিসেম্বর) অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৭তম স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে লাল-সবুজের দল।
ক্রিফোস্পোর্টস/৬ডিসেম্বর২৫/বিটি