
দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। প্রথম দুই ওয়ানডে শেষে ১-১ ব্যবধানে সিরিজ সমতায় থাকায় আজ তৃতীয় ও শেষ ম্যাচে অলিখিত ফাইনালে মুখোমুখি হয় দুই দল। সিরিজ নির্ধারণী এই ম্যাচে প্রোটিয়াদের ৩৪ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করেছে স্বাগতিকরা।
রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪৫.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২২৫ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ৩৮.২ ওভারে ১৯১ রান করে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ফলে ৩৪ রানে জয় পায় আকবর আলীর দল।
এদিন ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় স্বাগতিকরা। দলীয় ১০০ রান তুলতেই ৫ উইকেট হারায় টাইগাররা। তবে একপ্রান্ত আগলে খেলতে থাকা আকবর আলী দলীয় ১১৬ রানের মাথায় ফিরে গেলে বড় বিপদে পড়ে বাংলাদেশ। ১১৮ রানের মধ্যেই ৮ উইকেট হারায় তারা।
আরও পড়ুন:
» আইপিএল খেলা নিয়ে মুস্তাফিজকে বড় সুখবর দিল বিসিবি
» আইপিএলের নতুন নিয়মে আর্থিক ক্ষতির সম্মুখীন দলগুলো
এই বিপদ থেকে দলকে উদ্ধার করেন মাহফুজুর রহমান রাব্বি ও রাকিবুল হাসান। নবম উইকেটে ৭২ বলে ৮৪ রানের দুর্দান্ত এক জুটিতে ভর করে দুইশ পেরোয় বাংলাদেশ। শেষ উইকেট আরও ২৩ রান যোগ করে ২২৬ রানের লক্ষ্য দাড় করায় স্বাগতিকরা।
বাংলাদেশের হয়ে ৭৭ বলে ৫৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন রাব্বি। প্রথম ম্যাচে জয়ের নায়ক রাকিবুলের ব্যাট থেকে আসে ৪০ বলে ৪২ রান। এছাড়া আকবর ৫১ বলে ৩৮ রান করেন। প্রোটিয়াদের পক্ষে ৩ উইকেট নেন সেসোনা টিসেপো এনডিওয়ানদা এবং ২ উইকেট নেন তিয়ান ভন ভুরেন।
রানতাড়ায় নেমে পাওয়ার-প্লেতে ২ উইকেট হারায় প্রোটিয়ারা। এরপর ম্যাচের হাল ধরেন জর্জ হির্দেন ও অ্যান্ডিল মকগাকানে। তৃতীয় উইকেট জুটিতে ৪৬ রান যোগ করেন তারা। তবে এই জুটি ভাঙার পর ধস নামে প্রোটিয়াদের ব্যাটিংয়ে। ৬৭ রানে তৃতীয় উইকেট পতনের পর ৯৪ রানের মধ্যেই ৭ উইকেট হারায় তারা।
তবে অষ্টম উইকেট জুটিতে ৫৪ এবং নবম উইকেট জুটিতে আরও ৪২ রান যোগ করে দক্ষিণ আফ্রিকা। তবে জয়ের জন্য তা যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত ১৯১ রানে থামে তাদের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন তিয়ান ভুরেন। এছাড়া মোকোইনা ৩৭ এবং জর্জ হির্দেন ৩৪ রান করেন।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট তুলে নেন রাকিবুল। এছাড়া মাহফুজুর রাব্বি ও ওয়াসি সিদ্দিকী সমান ২টি করে উইকেট শিকার করেন।
ক্রিফোস্পোর্টস/১৬মে২৫/বিটি
