
তিনশ রান তাড়া করে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে জয় তুলে নিয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। প্রায় হেরে যাওয়া ম্যাচে শেষ দুই ওভারে অবিশ্বাস্য ব্যাটিং করে জয় নিশ্চিত করেছে স্বাগতিকরা। আজ সোমবার (১২ মে) দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ ইমার্জিং দল।
রাজশাহীর শহিদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০১ রানের পাহাড়সম সংগ্রহ দাড় করায় প্রোটিয়ারা। জবাবে খেলতে নেমে ৪৯.৪ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা।
এদিন শেষ দুই ওভারে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ২৭ রান। মাঠে ভালো কোনো ব্যাটার না থাকায় শেষ দুই ওভারে এই রান টপকে জয় পাওয়া অনেকটা অসম্ভব মনে হচ্ছিলো! তবে এই অসম্ভবকে অনেকটা সম্ভব করে দেন রাকিবুল হাসান। ১৯তম ওভারে ৩ ছক্কায় ২০ রান নিয়ে জয়ের পথ মসৃণ করে দেন তিনি। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ৭ রান। ৫০তম ওভারের প্রথম চার বলেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।
আরও পড়ুন:
» নাহিদ-তাসকিনদের নতুন কোচ হলেন সাবেক অস্ট্রেলিয়ান পেসার
» বোর্ডের অনুরোধ রাখলেন না কোহলি, টেস্ট থেকে অবসর ঘোষণা
জয়ের নায়ক রাকিবুল ২৪ রান করে অপরাজিত ছিলেন। ১০ বলে ৩ ছক্কায় এই ম্যাচজয়ী ইনিংস খেলেন রাকিবুল। অপরপ্রান্তে ২৭ রান করে অপরাজিত ছিলেন তোফায়েল আহমেদ। ২০ বলে ২ চার ও ১ ছক্কার মারে এই রান করেন তোফায়েল।
রানতাড়ায় নেমে সর্বোচ্চ ৮৭ রানের ইনিংস খেলেন মাহফিজুল ইসলাম। ৮৯ বলে ৮ চার ও ২ ছক্কার মারে ইনিংসটি সাজান এই ওপেনার। এছাড়া জিশান আলম ২৭ বলে ৩১, আরিফুল ইসলাম ৬৮ বলে ৩৬ এবং আকবর আলি ২৪ বলে ৪১ রান করেন। দক্ষিণ আফ্রিকার হয়ে দুইটি করে উইকেট নেন জর্জ ভন হার্ডেন, শেপো এনতুলি ও অ্যান্ডিল মকগাকানে।
এর আগে ব্যাট করতে নেমে কনর এস্টারহুইজেনের ৭১, অ্যান্ডিল সিমেল্যানের ৬১, মিকাইল প্রিন্সের ৩৫, দেওয়ান মারাইসের ৩১ এবং অন্যান্য ব্যাটারদের ক্যামিওতে ৩০১ রানের বিশাল পুঁজি পায় দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের হয়ে রিপন মন্ডল ৩টি এবং অহরার আমিন ২টি উইকেট শিকার করেছেন।
ক্রিফোস্পোর্টস/১২মে২৫/বিটি
