Connect with us
ক্রিকেট

বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি ম্যাচে নেদারল্যান্ডসকে হারাল বাংলাদেশ

Bangladesh vs nederlands
দুর্দান্ত ব্যাট করেন অধিনায়ক জ্যোতি। ছবি: সংগৃহীত

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের প্রস্তুতি ম্যাচে নেদারল্যান্ডসকে ২৬ রানে হারাল বাংলাদেশ। বাংলাদেশের দেওয়া ১৫১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নেদারল্যান্ডস নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৫ রান করতে সক্ষম হয়। ফলে প্রস্তুতি ম্যাচে ডাচদের বিপক্ষে ২৬ রানের জয় তুলে নেয় বাংলাদেশ। 

এর আগে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুতেই অবশ্য চাপে পড়ে বাংলাদেশ। দিলারা আক্তার ও জুয়ারিয়া ফেরদৌস দ্রুত ফিরে গেলে স্কোরবোর্ডে চাপ বাড়ে। সেই পরিস্থিতিতে ইনিংস গুছিয়ে নেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও সোবহানা মস্তারি। দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচে ফেরে বাংলাদেশ।

মিডল অর্ডারে মস্তারি ছিলেন আক্রমণাত্মক। ৫৮ বলে ৫৯ রান করে তিনি রানআউট হলেও ততক্ষণে দলকে ভালো অবস্থানে পৌঁছে দেন। অন্য প্রান্ত আগলে রেখে খেলতে থাকেন জ্যোতি। ইনিংসের শেষ পর্যন্ত উইকেটে থেকে ৫১ বলে অপরাজিত ৭৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন বাংলাদেশ অধিনায়ক। তাঁর ইনিংসে ছিল ৯টি চার ও একটি ছক্কা। ফলে নির্ধারিত ২০ ওভার শেষে মাত্র তিন উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ পৌঁছায় ১৫১ তে।



এদিকে ১৫২ রানের লক্ষ্য তাড়ায় নেদারল্যান্ডস শুরু থেকেই চাপে ছিল। নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় ইনিংস বড় করতে পারেননি তাদের ব্যাটাররা। স্টেরি কালিসের ৩১ ও ফিবে মোলেনবোয়ের ২৮ রান ছাড়া উল্লেখযোগ্য বড় কোনো ইনিংস খেলতে পারেনি কেউ।

অন্যদিকে দুর্দান্ত বোলিং পারফরম্যান্স করে বাংলাদেশের বোলাররা। বোলিংয়ে সবচেয়ে উজ্জ্বল ছিলেন রাবেয়া খান। ৪ ওভারে ১৭ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। রিতু মনি পান ২টি উইকেট। নাহিদা আক্তার ও ফাহিমা খাতুন নেন একটি করে উইকেট।

সব মিলিয়ে ব্যাট ও বল দুই বিভাগেই অসাধারণ পারফরম্যান্সে প্রস্তুতি ম্যাচে ডাচদের বিপক্ষে জয় পেল বাংলাদেশ। বিশ্বকাপ বাছাইয়ের আগে এই জয় দলের জন্য ইতিবাচক বার্তা হিসেবেই দেখছে টিম ম্যানেজমেন্ট। এখান থেকে পাওয়া আত্নবিশ্বাস মূল ম্যাচে কাজে লাগানোর চেষ্টা করবে জ্যোতিরা।

ক্রিফোস্পোর্টস/১৪জানুয়ারি২৬/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট