
টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের এবারের আসরে শুরুটা ভালো হয়নি বাংলাদেশ ‘এ’ দলের। প্রথম ম্যাচে পাকিস্তান শাহীনসের বিপক্ষে হেরে যায় নুরুল হাসান সোহানের দল। তবে দ্বিতীয় ম্যাচে এসেই ঘুরে দাড়িয়েছে বাংলাদেশ। নেপালকে হারিয়ে টুর্নামেন্টের প্রথম জয় তুলে নিয়েছে লাল-সবুজের দল।
আজ শনিবার (১৬ আগস্ট) নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালকে ৩২ রান হারিয়েছে বাংলাদেশ। ডারউইনের টিআইও স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৬ রান করে বাংলাদেশ। জবাবে খেলতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৪ রানের বেশি করতে পারেনি নেপাল।
এদিন রানতাড়ায় নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট হারায় নেপাল। ওপেনার কুশল ভুর্তলকে ১২ রানে ফেরান হাসান মাহমুদ। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে দলটি। তবে ইনিংসের পঞ্চম ওভারে দলীয় ৪৪ রানের মাথায় লোকেশ বাহাদুর বামকে (১৫) ফিরিয়ে এই জুটি ভেঙে দেন রাকিবুল হাসান।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নেয়াল। দলীয় শতরাতে পৌঁছানোর আগেই ৬ষ্ঠ উইকেট হারায় দলটি। একে একে ফিরে যান রোহিত পাউডেল (১০), আসিফ শেখ (২৮), দীপেন্দ্র সিং আইরি (১) ও হুলশান ঝা (০)।
এরপর কারান কেসি ও কুশল মল্লার জুটিতে দলীয় শতরানে পৌঁছায় নেপাল। তবে ১০৭ রানের মাথায় কারান কেসিকে (৬) ফিরিয়ে ২১ রানের জুটি ভাঙেন হাসান। শেষদিকে কুশল ও নন্দন যাদব মিলে ২২ বলে ৪৭ রানের অপরাজিত জুটি গড়ে মাঠ ছাড়েন। এই জুটিতে কেবল ব্যবধান কমাতে পেরেছে দলটি।
বাংলাদেশের পক্ষে ৪ ওভারে ১৮ রান দিয়ে ৩টি উইকেট নেন রাকিবুল। এছাড়া হাসান মাহমুদ ২টি এবং রিপন মন্ডল ও তুফায়েল আহমেদ একটি করে উইকেট নেন।
এর আগে ব্যাটিংয়ে নেমে দলের পক্ষে সর্বোচ্চ ৭৩ রান করেন জিশান আলম। ৪৬ বলের ইনিংসটি ৪ চার ও ৫ ছক্কায় সাজান এই ওপেনার। দ্বিতীয় সর্বোচ্চ ৪৮ রান আসে আফিফের ব্যাট থেকে। ২৩ বলে ৯ চারের মারে এই রান করেন তিনি। এছাড়া নাঈম শেখ ১৮ বলে ২ চার ও ১ ছক্কায় ২৫ রান করেন।
নেপালের পক্ষে ৩ ওভারে ৩৪ রান খরচায় ২টি উইকেট নেন রিজান ধাকাল। এছাড়া একটি করে উইকেট নেন কারান কেসি, সন্দীপ লামিচানে ও নন্দন যাদব।
সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ ‘এ’: ১৮৬/৬ (২০ ওভার)
নেপাল: ১৫৪/৭ (২০ ওভার)
ফলাফল: বাংলাদেশ ‘এ’ ৩২ রানে জয়ী
ক্রিফোস্পোর্টস/১৬আগস্ট২৫/বিটি
