
সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ও ভারতের মধ্যকার শেষ ম্যাচটা হতে পারতো শিরোপা নির্ধারণী ম্যাচ। তবে গত শুক্রবার (২৯ আগস্ট) ভুটানের বিপক্ষে ১-১ গোলে ড্র করে শিরোপার দৌড় থেকে অনেকটাই ছিটকে যায় দেয় লাল-সবুজের মেয়েরা। এই সুযোগে ভারত এক ম্যাচ হাতে রেখেই শিরোপা জিতে নেয়। কিন্তু শিরোপা হাতছাড়া হলেও শেষ ম্যাচে ভারতের বিপক্ষে দারুণ এক জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
আজ রোববার (৩১ আগস্ট) টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচে ভারতকে ৪-৩ গোলে হারিয়েছে বাংলাদেশ। শেষ বাঁশি বাজার কয়েক সেকেন্ড আগে জয়সূচক গোলটি করেছে লাল-সবুজের মেয়েরা। বাংলাদেশের পক্ষে একটি করে গোল করেন সুরভী আকন্দ প্রীতি, আলপি আক্তার ও পূর্ণিমা মারমা। আর শেষের জয়সূচক গোলটি ছিল আত্মঘাতী।
এদিন থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে ম্যাচের প্রথম মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। ম্যাচ শুরুর ২৯ সেকেন্ডে মামোনি চাকমার ক্রস থেকে দুর্দান্ত এক হেডে ভারতের জালে বল জড়ান পূর্ণিমা মারমা। অবশ্য এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বাংলাদেশ। বাংলাদেশের রক্ষণের ভুলে ম্যাচের ৯ মিনিটেই সমতায় ফেরে ভারত। চ্যাম্পিয়নদের সমতায় ফেরান আনুশকা কুমারী।
এরপর আলপি আক্তারের গোলের ফের লিড নেয় বাংলাদেশ। ম্যাচের ৩৪তম মিনিটে ভারতীয় এক ডিফেন্ডারে গায়ে লেগে আসা ফিরতি বলে গোলে করে দলকে এগিয়ে দেন এই ফরোয়ার্ড। এরপর আর গোলের দেখা পায়নি কোনো দল। তাতে ২-১ গোলের ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।
বিরতি থেকে ফিরেই ব্যবধান বাড়ায় বাংলাদেশ। ম্যাচের ৪৮তম মিনিটে দলকে তৃতীয় গোল এনে দেন সুরভী আকন্দ প্রীতি। এরপর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে ভারত। ৬৫ মিনিটে দ্বিতীয় সাফল্য পায় তারা। এবার দলকে এগিয়ে দেন প্রীতিকা বর্মণী।
ভারতের চেয়ে এক গোলে এগিয়ে থেকে জয়ের পথেই ছিল বাংলাদেশ। তবে নির্ধারিত সময়ের এক মিনিট আগে তৃতীয় গোল হজম করে বাংলাদেশ। ৮৯ মিনিটে ভারতকে সমতায় ফেরান ঝুলান নংমাইথেম। এতে বাংলাদেশের জয়ের আশা পণ্ড
ম্যাচের স্কোরলাইন তখন ৩-৩, যোগ করা সময়েও চলছিল শেষ মিনিটের খেলা। তখনই বদলে যায় ম্যাচের চিত্র। শেষ বাঁশি বাজার কয়েক সেকেন্ড বক্সের ডান প্রান্ত দিয়ে বল নিয়ে এগোতে থাকেন প্রীতি। এরপর ডি-বক্সের ভেতরে কোনাকুনি জায়গা থেকে শট নেন, যা ভারতের গোলরক্ষক তালুবন্দি করতে ব্যর্থ হন। এরপর গোললাইন থেকে বল ফিরিয়ে দিলেও তাদেরই এক ডিফেন্ডারের পায়ে লেগে জালে জড়ায় বল। আর তাতেই জয় নিশ্চিত হয় বাংলাদেশের।
এর আগে প্রথম দেখায় বাংলাদেশকে ২-০ গোলে হারিয়েছিল ভারত। তবে শেষ ম্যাচে ভারতকে হারিয়ে একপ্রকার প্রতিশোধ নিয়েছে বাংলাদেশের মেয়েরা। যদিও শিরোপা গিয়েছে ভারতের ঘরেই।
ক্রিফোস্পোর্টস/৩১আগস্ট২৫/বিটি
