Connect with us
ফুটবল

ভুটানকে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিল বাংলাদেশ

Bangladesh beat Bhutan for third consecutive win
ভুটানকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। ছবি- বাফুফে

সাফ অনূর্ধ্ব২০ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়রথ চলছেই ঘরের মাটিতে আরো একটি দাপুটে জয় তুলে নিল বাঘিনীরা শ্রীলঙ্কা নেপালের পর এবার ভুটানকে হারিয়েছে পিটার বাটলারের শিষ্যরা

মঙ্গলবার (১৫ জুলাই) বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভুটানকে গোলের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ এতে তিন ম্যাচে টানা তিন জয়ে পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে আফঈদা খন্দকারের দল

বাংলাদেশের হয়ে হ্যাটট্রিক করেন শান্তি মার্ডি নিয়ে টুর্নামেন্টে চারটি গোল করলেন তিনি এর আগে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে একটি গোল করেছিলেন এই ডিফেন্ডার এছাড়া এছাড়া একটি গোল করেন মুনকি আক্তার চলতি টুর্নামেন্টে এটি তার তৃতীয় গোল শ্রীলঙ্কার বিপক্ষে জোড়া গোল করেছিলেন এই মিডফিল্ডার

আরও পড়ুন:

» প্রথমার্ধ শেষে বদলে গেল বাংলাদেশ-ভুটান ম্যাচের ভেন্যু

» সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে সবচেয়ে বেশি শিরোপা কার? 

এদিন বৃষ্টির কারণে ম্যাচের নির্ধারিত ভেন্যু বসুন্ধরা কিংস অ্যারেনায় পানি জমে মাঠ কর্দমাক্ত হয়ে যায়। কর্দমাক্ত মাঠে প্রথমার্ধে সুবিধা করতে পারেনি কোনো দলই। তবে ম্যাচের ষষ্ঠ মিনিটেই শান্তি মার্ডির গোলের এগিয়ে যায় বাংলাদেশ। এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় দুই দল।

কিন্তু দ্বিতীয়ার্ধ শুরুর আগে খেলার অনুপযোগী হয়ে পড়ে মাঠ। মাঠকর্মীরা অনেকক্ষণ চেষ্টা করেও মাঠ খেলার উপযোগী করতে পারেননি। যে কারণে ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নেন ম্যাচ কমিশনার এবং দ্বিতীয়ার্ধ অনুষ্ঠিত হয় কিংস অ্যারেনার অনুশীলন গ্রাউন্ডে।

দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই গোল হজম করে বাংলাদেশ। ম্যাচের ৫৩তম মিনিটে ম্যাচে সমতা আনে ভুটান। তবে সমতা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি দলটি। এর চার মিনিট পরেই শান্তির গোলে লিড নেয় বাংলাদেশ।

দ্বিতীয় গোলের পর আক্রমণের ধার বাড়ায় বাংলাদেশ। ম্যাচের ৭৬ মিনিটে তৃতীয় গোলের দেখা পায় স্বাগতিকরা। এবার গোলটি করেন বদলি হিসেবে নামা মুনকি আক্তার। মাঝমাঠ থেকে বল নিয়ে প্রতিপক্ষের ডিফেন্ডারদের কাটিয়ে দুর্দান্ত এক গোল করেন এই মিডফিল্ডার।

এর মিনিট তিনেক পরেই চতুর্থ গোলের দেখা পায় বাংলাদেশ। ভুটানের জালে তৃতীয়বার বল জড়িয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন শান্তি মার্ডি। শেষ পর্যন্ত ৪-১ গোলের বড় ব্যবধানে জয় নিশ্চিত করে লাল-সবুজের প্রতিনিধিরা।

ক্রিফোস্পোর্টস/১৫জুলাই২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল