Connect with us
ফুটবল

বাহরাইনকে হারিয়ে টানা চার জয়ে শীর্ষে উঠল বাংলাদেশ

Bangladesh U17 football team
বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ফুটবল দল। ছবি- বাফুফে

এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইপর্বে টানা তিন ম্যাচ জিতে উড়ন্ত সূচনা করেছিল বাংলাদেশ। এবার নিজেদের চতুর্থ ম্যাচে বাহরাইনকেও পরাজিত করল লাল সবুজের প্রতিনিধিরা। এতে শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে বাছাইপর্বে গ্রুপের শীর্ষে উঠে এসেছে যুবারা।

আজ শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে এশিয়ান কাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে কঠিন প্রতিপক্ষ বাহরাইনের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। যেখানে নির্ধারিত সময়ে ২-১ গোলের জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।যার ফলে চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠেছে বাংলাদেশ। 

এদিন ম্যাচের প্রথমার্ধ শেষ হয়েছিল গোলশূন্য ব্যবধানে থেকে। তবে দ্বিতীয়ার্ধে বদলে যায় খেলার ভাগ্য। তুলনামূলক কঠিন প্রতিপক্ষ বাহরাইনের বিপক্ষে জয় ছিনিয়ে নিতে সক্ষম হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। ফলে এশিয়ান কাপের মূলপর্বে খেলার সম্ভাবনা এখনো টিকে রইলো বাংলাদেশের জন্য। শেষ ম্যাচে চীনকে হারাতে পারলেই টুর্নামেন্টের মূল আসলে খেলার টিকিট পাবে বাংলাদেশ।



এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ খেলছে ‘এ’ গ্রুপে। যেখানে শ্রীলঙ্কা, ব্রুনেই ও পূর্ব তিমুরের বিপক্ষে বড় জয় আগেই নিশ্চিত করেছে বাংলাদেশ। এবার বাহরাইনকে পরাজিত করে চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠেছে বাংলাদেশ। অপরদিকে এক ম্যাচ কম খেলে ৯ পয়েন্টে দ্বিতীয় অবস্থানে নেমে গেছে চীন। চতুর্থ ম্যাচে আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে তারা।

এই গ্রুপের সর্বশেষ ম্যাচে আগামী ৩০ নভেম্বর মুখোমুখি হবে বাংলাদেশ ও চীন। মূলত সেখানে নির্ধারণ হবে এই গ্রুপ থেকে কোন দল শীর্ষ থেকে টিকিট পাবে এশিয়ান কাপের মূল পর্বে খেলার। সেই ম্যাচে ড্র করলেও বিপুল পরিমাণ গোল ব্যবধানে এগিয়ে থেকে মূলপর্বে চলে যাবে চীন। আর তাই এশিয়ান কাপ খেলতে হলে শেষ ম্যাচেও জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে।

ক্রিফোস্পোর্টস/২৮নভেম্বর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল