Connect with us
ক্রিকেট

দুই ওপেনারকে হারিয়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ 

ব্যাটিংয়ে বাংলাদেশ
সোবহানা ও শারমিন। ছবি: সংগৃহীত

আজ সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচ খেলতে মাঠে নেমেছিল টাইগ্রেসরা। যেখানে লঙ্কানদের নেয়া ২০৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৪ রানেই দুই ওপেনারকে হারিয়েছে বাংলাদেশ। তারপর দলের হাল ধরার চেষ্টা করছেন সোবহানা মোস্তারি ও শারমিন আক্তার।

ম্যাচের প্রথম ৩১ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে ১৬৮ রান ছিল শ্রীলঙ্কা নারী দলের। তবে সেখান থেকে দারুণ বোলিংয়ে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। পরবর্তী ১৭.৪ ওভারে মাত্র ৩৪ রান দিয়ে প্রতিপক্ষের ৬ উইকেট তুলে নিয়েছে স্বর্ণা- রাবেয়ারা। বোলিংয়ের মত এবার ব্যাট হাতেও ঘুরে দাঁড়িয়ে চমক দেখাতে হবে বাংলাদেশক

ম্যাচে টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেওয়া শ্রীলঙ্কা ৪৮.৪ ওভারে ২০২ রানে অলআউট হয়েছে। ইনিংসের প্রথম বলেই লঙ্কান শিবিরে আঘাত হানেন মারুফা আক্তার। তার বলের ইনসুইংয়ে বোকা বনে এলবিডাব্লিউর ফাদে পড়েন ওপেনার ভিশ্মি গুনারত্নে।



তবে দ্বিতীয় উইকেটে ৭১ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান অধিনায়ক চামারি আতাপাত্তু ও হাসিনি পেরেরা। ব্যক্তিগত ৪৬ রানে আতাপাত্তু ফিরলে জুটি ভাঙে। দ্রুতই আরও দুই উইকেট তুলে নেয় বাংলাদেশ। তাতে দলীয় ১০০ রানে ৪ উইকেট হারায় লঙ্কানরা। তবে পঞ্চম উইকেটে হাসিনি ও নিলাকশিকা সিলভার ৭৪ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা।

শেষে স্বর্ণা-রাবেয়াদের বোলিং তোপে ২০২ রানে থামে লঙ্কানদের ইনিংস। লঙ্কানদের শেষ ৬ উইকেটের ৩টি নেন স্বর্ণা। ২ উইকেট নেন রাবেয়া খান। ১০ ওভার বল করে ৪ মেডেনসহ ২৭ রান দিয়ে নেন ৩ উইকেট তুলে নিয়েছেন স্বর্ণা আক্তার।

ক্রিফোস্পোর্টস/২০অক্টোবর২৫/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট