Connect with us
ক্রিকেট

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে আছেন যারা

UAE vs Bangladesh
বাংলাদেশ বনাম আরব আমিরাত। ছবি- ইউএই

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। আজ শনিবার (১৭ মে) শারজায় টস জিতে টাইগারদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন মোহাম্মদ ওয়াসিম।

বছরের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামছে বাংলাদেশ। গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি খেলেছিল টাইগাররা। সবশেষ টি-টোয়েন্টির একাদশ থেকে বাদ পড়েছেন রিশাদ হোসেন ও তাসকিন আহমেদ।

তাসকিন ইনজুরির কারণে এই সিরিজে খেলছেন না। অন্যদিকে রিশাদ দেরিতে দলের সঙ্গে যোগ দেওয়ায় আজকের ম্যাচে তাকে বিশ্রামে রাখা হয়েছে। তবে দলে ফিরেছেন তাওহীদ হৃদয় ও মুস্তাফিজুর রহমান।

সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বাংলাদেশের টি-টোয়েন্টি দলের নেতৃত্বে ছিলেন লিটন দাস। তবে সেই সিরিজে নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে দায়িত্ব পালন করেছিলেন তিনি। তবে আরব আমিরাত সিরিজ দিয়ে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে যাত্রা শুরু হচ্ছে এই ব্যাটারের।

আরও পড়ুন:

» ২২ বছর পর ঘরোয়া লিগে চ্যাম্পিয়ন মোহামেডান

» বিসিবিতে দ্বিতীয়বার অভিযান চালিয়ে যেসব অনিয়ম পেয়েছে দুদক 

টপ অর্ডারে লিটনের সঙ্গে আছেন তানজিদ হাসান ও পারভেজ হোসেন ইমন। মিডল অর্ডারে আছেন তাওহীদ হৃদয়, শামীম হোসেন ও জাকের আলী অনিক। এছাড়া বোলিংয়ে আছেন ৩ জন পেসার ও ২ জন স্পিনার। স্পিনে শেখ মেহেদিকে সঙ্গ দেবেন তানভির ইসলাম। অন্যদিকে পেস বিভাগে মুস্তাফিজের সঙ্গে আছেন তানজিম সাকিব ও হাসান মাহমুদ।

বাংলাদেশ একাদশ : লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, শেখ মেহেদি, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব।

আরব আমিরাত একাদশ : মোহাম্মদ ওয়াসিম (অধিনায়ক), মোহাম্মদ জোহাইব, আলিশান শারাফু, আসিফ খান, রাহুল চোপড়া, ধ্রুব পারাসার, হায়দার আলী, মোহাম্মদ জাওয়াদ উল্লাহ, মোহাম্মদ জুহাইব, মতি উল্লাহ, সঞ্চিত শর্মা।

ক্রিফোস্পোর্টস/১৭মে২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট