Connect with us
ক্রিকেট

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন

Bangladesh vs Sri Lanka_Toss
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। ছবি- এসএলসি

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। আজ (বৃহস্পতিবার) পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা।

পাকিস্তানের বিপক্ষে খেলা সর্বশেষ টি–টোয়েন্টির একাদশ থেকে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে খেলা একাদশ থেকে বাদ পড়েছেন জাকের আলী, হাসান মাহমুদ ও খালেদ আহমেদ। তাঁদের জায়গায় দলে সুযোগ পেয়েছেন মোহাম্মদ নাঈম, সাইফউদ্দিন ও তাসকিন আহমেদ।

এই ম্যাচ দিয়ে প্রায় দুই বছর পর জাতীয় দলে ফিরলেন নাঈম শেখ। সবশেষ ২০২৩ সালের সেপ্টেম্বরে জাতীয় দলের জার্সিতে খেলেছিলেন তিনি। ওয়ানডে সিরিজে দলে থাকলেও কোনো ম্যাচে সুযোগ মেলেনি। এছাড়া ১৪ মাস পর জাতীয় দলে ফিরলেন মোহাম্মদ সাইফউদ্দিন। সবশেষ ২০২৪ সালের মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে খেলেছিলেন তিনি।

আরও পড়ুন:

» জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা করল বাংলাদেশ

» মাঠে বসে ক্লাব বিশ্বকাপের ফাইনাল দেখবেন ট্রাম্প 

বাংলাদেশ একাদশ :

লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, মোহাম্মদ নাঈম, তাওহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, শামীম হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, তানজিম হাসান ও তাসকিন আহমেদ।

শ্রীলঙ্কা একাদশ :

পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, আভিস্কা ফার্নান্দো, চারিথ আসালাঙ্কা, দাসুন শানাকা, চামিকা করুনারত্নে, মহেশ থিকশানা, জেফ্রে ভেন্ডারসে, বিনোরা ফার্নান্দো ও নুয়ান থুশারা।

ক্রিফোস্পোর্টস/১০জুলাই২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট