
বাংলাদেশ-আরব আমিরাত টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে একটি করে জয় তুলে নিয়েছে দুই দল। আজ বুবধার (২১ মে) সিরিজ নির্ধারনী শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। শারজায় আজও টস হেরেছেন বাংলাদেশের অধিনায়ক লিটন কুমার দাস। আর বরাবরের মতোই সফরকারীদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন স্বাগতিক অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম।
শেষ টি-টোয়েন্টিতে একাদশে তিন পরিবর্তন এনেছে বাংলাদেশ। দলে ফিরে প্রথম ম্যাচে সেঞ্চুরি হাকানো পারভেজ হোসেন ইমন। দ্বিতীয় ম্যাচে ইনজুরির কারণে খেলতে পারনেনি এই ওপেনার। তার জায়গায় বাদ পড়েছেন নাজমুল হোসেন শান্ত।
এছাড়া দলে ফিরেছেন বাংলাদেশের সহ-অধিয়ানক শেখ মেহেদি এবং পেসার হাসান মাহমুদ। তাদের জায়গায় বাদ পড়েছেন তানভীর ইসলাম ও নাহিদ রানা।
আরও পড়ুন :
» বাংলাদেশ বনাম পাকিস্তান : একনজরে টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি
» পাকিস্তানের মাটিতে সিরিজ খেলতে যাবেন না নাহিদ
এদিকে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে আরব আমিরাত। দলে সুযোগ পেয়েছেন ইথান ডি’সৌজা এবং রাজা আকিফ। তাদের জায়গায় বাদ পড়েছেন মোহাম্মদ জাওয়াদউল্লাহ ও আর্যাংশু শর্মা।
বাংলাদেশ একাদশ : লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, শেখ মেহেদি, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ।
আরব আমিরাত একাদশ : মোহাম্মদ ওয়াসিম (অধিনায়ক) (উইকেটকিপার), মোহাম্মদ জোহাইব, আলিসান শারাফু, রাহুল চোপড়া, আসিফ খান, ইথান ডি’সৌজা, ধ্রুব পরাশর, হায়দার আলী, রাজা আকিফ, মতিউল্লাহ খান ও সগীর খান।
ক্রিফোস্পোর্টস/২১মে২৫/বিটি
