
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। আজ সোমবার (১৯ মে) শারজায় টস জিতে টাইগারদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন আরব আমিরাতের অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম।
দ্বিতীয় টি-টোয়েন্টিতে একাদশে তিন পরিবর্তন এনেছে বাংলাদেশ। দল থেকে বাদ পড়েছেন ওপেনার পারভেজ হোসেন ইমন। প্রথম ম্যাচে সেঞ্চুরি হাঁকানো ইমনকে একাদশে না দেখে অবাক হয়েছেন অনেকেই। তার বাদ পড়ার কারণ এখনো জানা যায়নি। তার পরিবর্তে দলে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত।
বাংলাদেশের সহ-অধিয়ানক শেখ মেহেদিরও জায়গা হয়নি আজকের ম্যাচে। প্রথম টি-টোয়েন্টি বেশ খরুচে বোলিং করেন এই স্পিনার। তার পরিবর্তে দলে ফিরেছেন লেগস্পিনার রিশাদ হোসেন।
আরও পড়ুন:
» বাফুফের বল পার্টনার জাপানিজ প্রতিষ্ঠান, বাঁচবে দেড় কোটি টাকা
» পাকিস্তানের সেনা প্রধানের সঙ্গে শহীদ আফ্রিদি যে ভিডিও ভাইরাল
এছাড়া আজকের একাদশে নেই পেসার মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ। মুস্তাফিজ প্রথম ম্যাচ খেলে আইপিএলে যোগ দিয়েছেন। আর হাসানকে আজকের ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে। এই দুই পেসারের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন শরিফুল ইসলাম ও নাহিদ রানা। এই ম্যাচের মধ্য দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হচ্ছেন রানার।
এদিকে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে আরব আমিরাত। দলে ফিরেছেন আর্যাংশু শর্মা ও সগীর খান। তাদের জায়গায় বাদ পড়েছেন জোহাইব জুবায়ের ও সঞ্চিত শর্মা।
এর আগে প্রথম টি-টোয়েন্টিতে জয় নিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ : লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।
আরব আমিরাত একাদশ : মোহাম্মদ ওয়াসিম (অধিনায়ক) (উইকেটকিপার), আলিসান শারাফু, রাহুল চোপড়া, আসিফ খান, ধ্রুব পরাশর, মোহাম্মদ জোহাইর, হায়দার আলী, মুহাম্মদ জাওয়াদউল্লাহ, মতিউল্লাহ খান ও সগীর খান।
ক্রিফোস্পোর্টস/১৯মে২৫/বিটি
