
পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ (মঙ্গলবার) মাঠে নামছে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা।
একাদশে দুই পরিবর্তন নিয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন ওপেনার তানজিদ হাসান তামিম। তার পরিবর্তে একাদশে ফিরেছেন মোহাম্মদ নাঈম শেখ। বোলিং বিভাগে বাদ পড়েছেন তাসকিন আহমেদ। তার জায়গায় সুযোগ পেয়েছেন পেসার শরিফুল ইসলাম।
অন্যদিকে পাকিস্তানের একাদশে একটি পরিবর্তন আনা হয়েছে। দল থেকে বাদ পড়েছেন স্পিনার আবরার আহমেদ। তার জায়গায় সুযোগ পেয়েছেন আহমেদ ড্যানিয়েল।
এই সিরিজের প্রথম ম্যাচে জয় নিয়ে ১-০ তে এগিয়ে আছে বাংলাদেশ। আজ জয়ে পেলেই সিরিজ নিশ্চিত হবে টাইগারদের।
আরও পড়ুন:
» সেঞ্চুরি মিস দুজনের, হোয়াইটওয়াশের ম্যাচে বিশাল সংগ্রহ বাংলাদেশের
» বাংলাদেশ-পাকিস্তান ম্যাচও থাকবে বিষণ্ণ, বাজবে না কোনো মিউজিক!
বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, শেখ মেহেদি হাসান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
পাকিস্তান একাদশ : সাইম আইয়ুব, ফখর জামান, মোহাম্মদ হারিস, হাসান নওয়াজ, সালমান আলী আগা (অধিনায়ক), মোহাম্মদ নাওয়াজ, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা ও আহমেদ ড্যানিয়েল।
ক্রিফোস্পোর্টস/২২জুলাই২৫/বিটি
