মিরপুর টেস্টের পঞ্চম দিনে আজ জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল আইরিশদের ৪ উইকেট। প্রথম সেশনের ৩৯ ওভার বল করে মাত্র দুটি উইকেটে শিকার করতে পেরেছে টাইগার বোলাররা। এতে ম্যাচ জয়ের জন্য বাকি দুই সেশনে বাংলাদেশকে তুলে নিতে হবে আয়ারল্যান্ডের শেষ ২ উইকেট।
এদিকে শেষ দুই সেশনে আয়ারল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন আরও ২৪৬ রান। বাংলাদেশের দেওয়া ৫০৯ রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে নিজেদের ৮ উইকেট হারিয়ে ২৬৩ রান পর্যন্ত সংগ্রহ করতে সক্ষম হয়েছে আইরিশরা। মধ্যাহ্ন বিরতি শেষে পুনরায় ব্যাটিংয়ে নামবে সফরকারীরা।
এর আগে চতুর্থ দিনের দিনের খেলা শেষে ৬ উইকেট হারিয়ে ১৭৬ রান সংগ্রহ করেছিল আইরিশরা। আজ ৩৯ ওভার ব্যাট করে তারা যোগ করেছে আরো ৮৭ রান। এদিন আয়ারল্যান্ডের হয়ে উইকেটের পতন ঘটেছে অ্যান্ডি ম্যাকব্রাইন ও জর্ডান নেইলের। আর ৬৩ রান করে উইকেটে টিকে আছেন চার্টিস ক্যামফার।
বিস্তারিত আসছে…
সংক্ষিপ্ত স্কোরকার্ড —
বাংলাদেশ ১ম ইনিংস: ৪৭৬/১০ রান (১৪১.১ ওভার)
আয়ারল্যান্ড ১ম ইনিংস: ২৮৫/১০ রান (৮৮.৩ ওভার)
বাংলাদেশ ২য় ইনিংস: ২৯৭/৪ (ডি) রান (৬৯ ওভার)
আয়ারল্যান্ড ২য় ইনিংস: ২৬৩/৮ রান (৯৩ ওভার)
ক্রিফোস্পোর্টস/২৩নভেম্বর২৫/এফএএস