ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। আজই সমাপ্ত হলো এই সিরিজটি। তবে পাকিস্তান সিরিজ শেষে বিশ্রামের সুযোগ নেই মেয়েদের। এবার টি-টোয়েন্টি সিরিজ খেলতে চীন সফরে যাচ্ছে লাল-সবুজের দল।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চীন সফরে যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী। আসন্ন এই সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এছাড়া স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে চার ক্রিকেটারকে।
ঘরের মাঠে পাকিস্তান সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেন সাদিয়া ইসলাম। আসন্ন চীন সফরেও সাদিয়ার নেতৃত্বেই খেলবে দলটি। এছাড়া সদ্য সমাপ্ত এই সিরিজের বেশিরভাগ ক্রিকেটারকে নিয়ে চীন সফরে যাচ্ছে বাংলাদেশ।
আগামী ১৭ ডিসেম্বর মাঠে গড়াবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। হাংজুতে অনুষ্ঠিত হবে হবে ম্যাচটি। একই ভেন্যুতে ১৯ ও ২১ ডিসেম্বর যথাক্রমে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সিরিজটি খেলতে শুক্রবার (১২ ডিসেম্বর) রাতেই চীনের উদ্দেশ্যে উড়াল দেওয়ার কথা রয়েছে সাদিয়াদের।
একনজরে বাংলাদেশ-চীন অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি :
১৭ ডিসেম্বর– প্রথম টি-টোয়েন্টি
১৯ ডিসেম্বর– দ্বিতীয় টি-টোয়েন্টি
২১ ডিসেম্বর– তৃতীয় টি-টোয়েন্টি
এদিকে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ৩-২ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। হার দিয়ে সিরিজটি শুরু করেছিল স্বাগতিকরা। তবে পরের দুই ম্যাচে টানা জয় নিয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর চতুর্থ ম্যাচ জিতে সিরিজে ২-২ সমতা ফেরায় পাকিস্তান। শুক্রবার সিরিজ নির্ধারনী শেষ ম্যাচে ৬ উইকেটে হেরে সিরিজ হাতছাড়া করেছে লাল-সবুজের দল। এবার আরেকটি টি-টোয়েন্টি মিশনে চীন সফরে যাচ্ছে সাদিয়া ইসলামের দল।
চীন সফরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলের স্কোয়াড :
সাদিয়া ইসলাম (অধিনায়ক), সুমাইয়া আক্তার, আরতি মন্ডল নির্জনা, অদৃতা নওশের, মায়মুনা নাহার স্বর্ণামণি, রুমানা আহমেদ, সাদিয়া আক্তার, অতসী মজুমদার, জেরিন তাসনিম, লামিয়া মৃধা, অচেনা জান্নাত, ববি খাতুন, কুমারি শ্রাবণী রানি শীল ও সাদিয়া নুসরাত।
স্ট্যান্ডবাই: রিজভি দাস, মোসাম্মৎ জিম আফরিন, লিমা খাতুন ও আঁখি আক্তার।
ক্রিফোস্পোর্টস/১২ডিসেম্বর২৫/বিটি