Connect with us
ক্রিকেট

পাওয়ার প্লেতেই ৪ উইকেট নেই বাংলাদেশের

Bangladesh are 4 wickets short in the powerplay

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্যে আজ (মঙ্গলবার) দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নেমেছে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে টাইগাররা। পাওয়ারপ্লেতেই ৪ উইকেট হারিয়েছে স্বাগতিকরা।

ইনিংসের দ্বিতীয় ওভারেই ফিরে যান ওপেনার নাঈম শেখ। শ্রীলঙ্কা সিরিজে ব্যর্থতার পর পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাদ পড়েন তিনি। তবে আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে তানজিদ তামিমকে বাদ দিয়ে নাঈমকে দলে নেওয়া হয়। তবে আজও ব্যর্থ হয়েছেন এই ওপেনার। ৭ বলে মাত্র ৩ রান করে ফিরে গেছেন তিনি।

নাঈম ফেরার পর দলের হাল ধরতে আসেন লিটন দাস। তবে ব্যর্থ হয়েছেন তিনিও। ৯ বলে ৮ রান করে ফিরে গেছেন বাংলাদেশ অধিনায়ক। ইনিংসের পঞ্চম ওভারে সালমান মির্জার শিকার হয়ে ফেরেন তিনি। একই ওভারে রানআউটের শিকার হয়ে ফেরেন তাওহিদ হৃদয়। ৩ বল খেলেও রানে খাতাই খুলতে পারেননি এই মিডল অর্ডার ব্যাটার।

আরও পড়ুন:

» টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, বাদ পড়লেন তানজিদ-তাসকিন

» সেঞ্চুরি মিস দুজনের, হোয়াইটওয়াশের ম্যাচে বিশাল সংগ্রহ বাংলাদেশের 

পাওয়ারপ্লের শেষ ওভারে অভিষিক্ত ড্যানিয়েল আহমেদকে উইকেট দিয়ে ফেরেন দারুণ ছন্দে থাকা ওপেনার পারভেজ হোসেন ইমন। ১৪ বলে ১ চার ও ১ ছক্কার মারে ১৩ রান করে ফেরেন এই মারকুটে ব্যাটার।

শেষ পর্যন্ত পাওয়ারপ্লেতে ৪ উইকেট হারিয়ে ২৯ রান তুলে নেয় বাংলাদেশ। পারভেজ-হৃদয়রা ফিরে যাওয়ার পর জাকের আলী ও শেখ মেহেদি মিলে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রগ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৫৩ রান। মাঠে জাকের আলি ১২ বলে ১০ এবং মেহেদি ১৫ বলে ১৬ রান নিয়ে খেলছেন।

ক্রিফোস্পোর্টস/২২জুলাই২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট