
আগামী মাসেই মাঠে গড়াবে নারী ওয়ানডে বিশ্বকাপ। ভারত ও শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হবে এবারের আসর। আইসিসির এই বিশ্ব আসরকে সামনে রেখে আজ শনিবার (২৩ আগস্ট) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে অংশ নেবে বাংলাদেশ। আর সহ-অধিনায়কের দায়িত্বে থাকছেন নাহিদা আক্তার।
বিশ্বকাপের দলে জায়গা পেয়েছেন তিন নতুন মুখ। এর মধ্যে সবচেয়ে বড় চমক নিশিতা আক্তার নিশি। মাত্র ১৮ বছর বয়সেই বিশ্বকাপ দলে জায়গা করে নিলেন এই অফস্পিনার। এছাড়া আরো দুই নতুন মুখ— টপঅর্ডার ব্যাটার সুমাইয়া আক্তার এবং উইকেটরক্ষক ব্যাটার রুবিয়া হায়দার ঝিলিক।
সবশেষ ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন দিলারা আক্তার দোলা, জান্নাতুল ফেরদৌস সুমনা ও ইশমা তানজিম।
২০২৫ বিশ্বকাপে বাংলাদেশ নারী দল:
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক, রুবিয়া হায়দার ঝিলিক, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারী, রিতু মনি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, নিশিতা আক্তার নিশি ও সুমাইয়া আক্তার।
আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে নারী বিশ্বকাপের ১৩তম আসর। বিশ্বকাপের মূল পর্বে মাঠে নামার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী ২৫ সেপ্টেম্বর কলম্বো ক্রিকেট ক্লাবে দক্ষিণ আফ্রিকা এবং ২৭ সেপ্টেম্বর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবেন নিগাররা।
২ অক্টোবর কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে মূল পর্বের অভিযান শুরু করবে বাংলাদেশ। এরপর ৭ অক্টোবর গৌহাটিতে ইংল্যান্ড, ১০ অক্টোবর একই ভেন্যুতে নিউজিল্যান্ড, ১৩ অক্টোবর বিশাখাপত্তনমে দক্ষিণ আফ্রিকা, ১৬ অক্টোবর একই মাঠে অস্ট্রেলিয়া এবং নাভি মুম্বাইয়ে ২০ ও ২৬ অক্টোবর যথাক্রমে শ্রীলঙ্কা ও ভারতের মুখোমুখি হবে নিগার সুলতানা জ্যোতির দল।
ক্রিফোস্পোর্টস/২৩আগস্ট২৫/বিটি
