Connect with us
ক্রিকেট

জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা করল বাংলাদেশ

Bangladesh U19 Cricket team
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। ছবি- সংগৃহীত

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে জুলাই-আগস্টে জিম্বাবুয়ের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। আসন্ন এই সিরিজে প্রতিপক্ষ হিসেবে রয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা। তবে ত্রিদেশীয় সিরিজের আগে দক্ষিণ আফ্রিকা সফর করবে আজিজুল হাকিম তামিমরা। সেখানে প্রোটিয়া যুবদলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে তারা।

আসন্ন এই দ্বিপাক্ষিক সিরিজ ও ত্রিদেশীয় সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এছাড়া স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে ৪ ক্রিকেটারকে। বরাবরের মতো এই দুই সিরিজেও যুবাদের নেতৃত্বে থাকছেন আজিজুল হাকিম তামিম।

আগামী ১৭ জুলাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ১৯ ও ২২ জুলাই যথাক্রমে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে নেননির উইলোমুর পার্কে।

আরও পড়ুন:

» ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের খাদ্যে বিষক্রিয়ার চাঞ্চল্যকর তথ্য!

» গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের খেলা কবে-কখন? 

ওয়ানডে সিরিজ শেষে জিম্বাবুয়েতে পাড়ি জমাবে দুই দল। সেখানে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। আসন্ন এই সিরিজে প্রতিটি দল একে অপরের বিপক্ষে ৩ বার করে খেলবে। লিগ পর্বের ৯টি ম্যাচ শেষে টেবিলের শীর্ষ দুই দল ফাইনালে উঠবে। জিম্বাবুয়ের দুইটি ভেন্যুতে সিরিজে সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে।

আগামী ২৫ জুলাই থেকে শুরু হবে এই সিরিজ। উদ্বোধনী দিনে দক্ষিণ আফ্রিকা যুব দলের মুখোমুখি হবে স্বাগতিক জিম্বাবুয়ে যুব দল। পরদিন প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচ দিয়ে সিরিজ শুরু করবে বাংলাদেশের যুবারা। ৮ আগস্ট পর্যন্ত চলবে লিগ পর্বের খেলা। এরপর ১০ আগস্ট ফাইনাল অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল :

আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার, ফারজান আহমেদ আলিফ, শাহরিয়ার আল আমিন, সামিউন বাসির রাতুল, মোহাম্মদ আবদুল্লাহ, দেবাশীষ সরকার দেবা, রিজান হোসেন, আল ফাহাদ, ইকবাল হোসেন ইমন, রাফি উজ্জামান রাফি, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী, সানজিদ মজুমদার, রিফাত বেগ, স্বাধীন ইসলাম।

স্ট্যান্ডবাই- শাহরিয়ার আহমেদ, সবুজ, শাহারিয়াল আজমির, ফারহান শাহরিয়ার।

ক্রিফোস্পোর্টস/১০জুলাই২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট