Connect with us
ক্রিকেট

তৃতীয় টি-টোয়েন্টির জন্য দল ঘোষণা করলো বাংলাদেশ

বাংলাদেশ টি-টোয়েন্টি দল
তৃতীয় টি-টোয়েন্টির দল ঘোষণা। ছবি: সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম দুই ম্যাচের মতো এবারও স্কোয়াডে কোনো পরিবর্তন আনা হয়নি। অপরিবর্তিত দল নিয়েই শেষ ম্যাচে নামবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ।

ওয়ানডে সিরিজে ২–১ ব্যবধানে জয় পেলেও টি–টোয়েন্টিতে হয়েছে ঠিক তার উল্টো। প্রথম দুই ম্যাচে হেরে সিরিজ হার নিশ্চিত করেছে বাংলাদেশ। অথচ এই ফরম্যাটেই টানা চারটি সিরিজে জয়ের ধারা ছিল টাইগারদের। চট্টগ্রাম ও সিলেটে সেই ধারায় ছেদ টেনেছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজে ২–০ তে এগিয়ে থেকে ইতোমধ্যে শিরোপা নিশ্চিত করেছে ক্যারিবিয়ানরা।

শেষ ম্যাচটি হবে আগামী ৩১ অক্টোবর। সেটি বাংলাদেশের জন্য মূলত মর্যাদা রক্ষার লড়াই হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচ।



অধিনায়ক লিটন দাসের নেতৃত্বে আগের স্কোয়াডই অপরিবর্তিত রাখা হয়েছে। দলে ওপেনিং পজিশান এ রয়েছেন তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, এবং সাইফ হাসান। মিডল অর্ডার ও ফিনিশার স্লটের জন্য তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান রয়েছেন। স্পিনার হিসেবে আছেন শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন এবং নাসুম আহমেদ। পেস বোলিং ইউনিটে আছেন মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলাম।

এক নজরে বাংলাদেশের তৃতীয় টি–টোয়েন্টির স্কোয়াড:
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

উল্লেখ্য, তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে ইতিমধ্যেই সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ। ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ১৬ রানে হারের পর দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেও ১৪ রানে হেরেছে স্বাগতিক দল। হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।

ক্রিফোস্পোর্টস/৩০অক্টোবর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট